Bangladesh: বাংলাদেশে হিন্দু শিক্ষকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল, BJP-র পোস্ট ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশের সিলেটে এক হিন্দু শিক্ষকের বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। ভিডিও পোস্ট করে সরব হয়েছেন BJP নেতা অমিত মালব্য। তিনি একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন। সতর্ক করেছেন এপার বাংলার সনাতনীদের।

Advertisement
বাংলাদেশে হিন্দু শিক্ষকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল, BJP-র পোস্ট ঘিরে চাঞ্চল্যবাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল বাড়ি
হাইলাইটস
  • বাংলাদেশে হিন্দু শিক্ষকের বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
  • ভিডিও পোস্ট করে সরব হয়েছেন অমিত মালব্য
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন BJP নেতা

বাংলাদেশে ফের এক হিন্দু বাড়িতে আক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সিলেটের গোয়াইনঘাট এলাকায় পেশায় শিক্ষক বীরন্দ্র কুমার দে, যিনি স্থানীয়দের মধ্যে ঝুনু স্যর নামেই পরিচিত, তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন BJP-র IT সেলের প্রধান অমিত মালব্য। 

বাংলাদেশের ঝুনু স্যরের বাড়ির ছবি পোস্ট করেছেন অমিত মালব্য। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে আসছেন বাড়ির ভিতর থেকে। স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। 

অমিত মালব্য এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যেভাবে হিন্দু বাড়িগুলো চিহ্নিত করে বেছে বেছে হামলা চালানো হয়েছিল, ঠিক তেমনই আর একটি ভয়াবহ ও লক্ষ্যভিত্তিক আক্রমণ ঘটেছে বাংলাদেশের এক হিন্দু পরিবারের উপর।' একইসঙ্গে তিনি বলেন, 'এটি কোনও বিচ্ছিন্ন বা আকস্মিক হিংসার ঘটনা নয়। এটি পরিকল্পিত, টার্গেট করা অ্যাটাক। হিন্দু বাঙালিরা যদি এখনই জেগে না ওঠে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন তাদেরও হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিণতির দিকে ঠেলে দেবে। আজ বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে, তা আগামীকালের পশ্চিমবঙ্গের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। বাংলাদেশের হিন্দুদের হত্যা পশ্চিমবঙ্গের প্রতিটি সনাতনীর চোখ খুলে দেওয়া উচিত।' 

লাগাতার হিংসায় বিধ্বস্ত বাংলাদেশ। একের পর এক হিন্দু খুন, হিন্দু নিপীড়নের ছবি সামনে আসছে নিত্যদিন। শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা শরিফ ওসমান হাদির খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে।  হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে ভারত। বাংলাদেশে অশান্তির আবহে নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির।

একের পর এক হিন্দু পরিবারের উপরে অত্যাচারের ঘটনায় বাংলাদেশে ক্রমেই বাড়ছে উদ্বেগ। ভারতের সঙ্গেও ক্রমশ সম্পর্ক খারাপ হচ্ছে ঢাকার। গত সপ্তাহেই সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনায় মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল নয়াদিল্লি। পাল্টা ইউনূস সরকারের দাবি, অপপ্রচার করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement