বাংলাদেশের জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল গ্রেফতার। নারী নির্যাতনের মামলায় বাংলাদেশের আলোচিত-সমালোচিত এই গায়ককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে এক তরুণীর করা মামলায় নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল রহমান বলেন, সোমবার (১৯ মে) রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। এ ছাড়া পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে নোবেলের বিরুদ্ধে। ২০ মে রাত ২ টোর দিকে সারুলিয়া থেকে নোবেলকে আটক করা হয়। আজ সকাল ১১টায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এর আগে, প্রতারণার অভিযোগে করা এক মামলায় ২০২৩ সালে নোবেলকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রসঙ্গত গাঁজার নেশা থেকে পরকীয়া, বারবার বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরেই ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আমতলার নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত ভারতে ‘সা রে গা মা’ দিয়ে পরিচিত পান এই গায়ক। অতীতে মাদকে আসক্ত হয়ে গানছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিল, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন।