
বাংলাদেশের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা তাহসান খান। বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গায়কের অতীত থাকলেও এখন তিনি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। তাহসানের আগেই অবশ্য মিথিলার জীবনে এসেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। চলতি বছরেই তাহসান দ্বিতীয় বিয়ে করলেন। আর পাত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এক রূপটান শিল্পী। বিয়ের পর পরই তাহসান ও রোজা হানিমুনে গিয়েছেন। আর সেখান থেকেই ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী।
পায়ের নীচে সাদা বালি ও পিছনে নীল জলরাশি দেখে কারোর বুঝতে অসুবিধা হবে না তাঁরা মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছেন। টলিউড ও বলিউড তারকাদের কাছেও এই জায়গাটি খুবই জনপ্রিয়। রোজা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাহসানের সঙ্গে। সেখানে উল্লেখ করা আছে তাঁরা মলদ্বীপে রয়েছেন। তাহসানের বাহুলগ্না রোজা। হালকা দুধে আলতা রংয়ের শার্ট পরেছেন তাহসান। আর রোজা পরেছেন লাল রঙের গাউন। হানিমুন পর্ব যে তাঁরা খুবই উপভোগ করছেন তা বলাই বাহুল্য। রোজা এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো আজীবনের মতো জড়িয়ে গিয়েছে। এমন একটা ভালবাসা যা ভীষণ পবিত্র।'
বছর শুরু হওয়ার পর পরই বিয়ে সারেন তাহসান ও রোজা। গত ৫ জানুয়ারি মিথিলার প্রাক্তন স্বামীর সঙ্গে নিকাহ হয় রোজার। বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তাহসানের স্ত্রী। যেখানে লেখা, 'আমি এমন এক মানুষকে পেয়েছি যে খুবই প্রাণবন্ত। সে শুধু সারা জীবনের জন্য বিশ্বাস, শ্রদ্ধা ও বন্ধুত্ব চেয়েছে। আমি এইসব কিছু দেওয়ার এবং সারা জীবনের মতো একটি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।' বিয়ের দিন তাহসান ও রোজা সুতোর কাজ করা পোশাক বেছে নিয়েছিলেন। দুজনকেই অপূর্ব সুন্দর লাগছিল।
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই কম বিদ্রুপ সইতে হয়নি দুজনকে। রোজার অতীত সম্পর্ক নিয়ে চলেছে কাটাছেঁড়া, ওদিকে তাহসানের সঙ্গে বয়সের ফারাক নিয়েও কম আলোচনা হয়নি। ৪৫ বছর বয়সী তাহসানের চেয়ে কমপক্ষে বছর ১৫-র ছোট তাঁর স্ত্রী। ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। তাঁর ডেইলি ব্লগগুলো বেশ জনপ্রিয়। ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন মিথিলা। ডিভোর্সের সাত বছর পর নতুন করে জীবন শুরু করলেন তাহসান।