Hero Alom: প্রেমিককে নিয়ে কক্সবাজারের হোটেলে স্ত্রী, ভিডিও পোস্ট খোদ হিরো আলমের

ফের সম্পর্কের টানাপোড়েনে হিরো আলম। বিচ্ছেদের দ্বারপ্রান্ত থেকে ফের তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে এক হওয়ার কথা গত জুলাইতে ঘোষণা করেছিলেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার আবার দু'জনের সম্পর্কের ভাঙনের কথা শোনা যাচ্ছে।

Advertisement
প্রেমিককে নিয়ে কক্সবাজারের হোটেলে স্ত্রী, ভিডিও পোস্ট খোদ হিরো আলমেররেগে গিয়ে হিরো আলমকে ডিভোর্স রিয়ার

ফের সম্পর্কের  টানাপোড়েনে হিরো আলম। বিচ্ছেদের দ্বারপ্রান্ত থেকে ফের তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে এক হওয়ার কথা গত জুলাইতে  ঘোষণা করেছিলেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার  আবার দু'জনের সম্পর্কের ভাঙনের কথা শোনা যাচ্ছে।  হিরো আলম  অভিযোগ করছেন, তাঁর স্ত্রী রিয়া মণি কক্সবাজারের এক হোটেলে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটিয়েছেন। ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টে হিরো আলম এই অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, তিনি রিয়া মণি ও ম্যাক্স অভির একসঙ্গে থাকা কিছু ছবি ও হোটেল ঘরের একটি ভিডিও শেয়ার করেন। 

হিরো আলম ফেসবুকে লিখেছেন, 'রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।' পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি বলছেন, 'রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।'

দাম্পত্য কলহ ও পারস্পরিক অভিযোগে আগেও আলোচনায় এসেছেন হিরো আলম ও রিয়া মণি। আলমের বাবার মৃত্যুর পর থেকে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। সেই সময় থেকে রিয়ার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তোলেন আলম। থানায় মামলাও করেন, যার ফলে রিয়াকে গ্রেফতারও করা  হয়। তবে পরে তিনি জামিনে মুক্তি পান।

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা করেছিলেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস থাকলেও স্ত্রী রিয়া মণি তার বাবাকে দেখতে আসেননি। বাবার মৃত্যুর খবর পেয়ে দেহও দেখতে যাননি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় ছিলেন হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন বলে খবর। তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়া। তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন। যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির। 

Advertisement

এদিকে ভিডিও লিক হওয়ার পর হিরো আলমকে ডিভোর্স দিচ্ছেন রিয়া। তিনি নিজেই এই তথ্য দিয়েছেন সংবাদ মাধ্যমকে। ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়া মণি বাংলাদেশি সংবাদ মাধ্যমকে বলেন, ‘একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই। সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে। তাই আজকে আইনি প্রক্রিয়া মাধ্যমে ডিভোর্স দিয়ে দিয়েছি।’ রিয়ার বক্তব্য, ‘হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব।’ এদিকে ডিভোর্স বিষয় হিরো আলমের বক্তব্য, ‘আমি তো এখনো ডিভোর্সের বিষয় জানি না। তবে আজকে সংবাদিক সম্মেলন অনেক কিছু জানাব।’

POST A COMMENT
Advertisement