scorecardresearch
 

Hero Alom: বলিউডে কাজ করার ইচ্ছে বাংলাদেশের হিরো আলমের, নায়িকা চাই দীপিকাকে

বেসুরো গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হিরো আলম। সোশ্যাল মিডিয়া ও উটিউবের সৌজন্যে তাঁকে প্রায় সবাই চেনেন। সেই জনপ্রিয়তার হাত ধরেই বাংলাদেশ থেকে এপার বাংলার শো করতে আসেন হিরো আলম। আর এখাানে এসেই বলিউডে কাজ করা নিয়ে শর্ত দিলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেনসেশন। হিরো আলম জানিয়েছেন, দীপিকা পাড়ুকোনে বীপরিতে থাকলেই তিনি একমাত্র বলিউডে অভিনয় করবেন।

Advertisement
 দীপাকার সঙ্গে অভিনয় করতে চান হিরো আলম দীপাকার সঙ্গে অভিনয় করতে চান হিরো আলম
হাইলাইটস
  • ভারতে এসেছেন হিরো আলম
  • মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন
  • হিরো আলমের সঙ্গে উপস্থিত ছিলেন বান্ধবী রিয়া মনিও

বেসুরো গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হিরো আলম। সোশ্যাল মিডিয়া ও উটিউবের সৌজন্যে তাঁকে প্রায় সবাই চেনেন। সেই জনপ্রিয়তার হাত ধরেই বাংলাদেশ থেকে এপার বাংলার শো করতে আসেন হিরো আলম। আর এখাানে এসেই বলিউডে কাজ করা নিয়ে শর্ত দিলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেনসেশন। হিরো আলম জানিয়েছেন, দীপিকা পাড়ুকোনে বীপরিতে থাকলেই তিনি একমাত্র বলিউডে অভিনয় করবেন। 

ভারতে এসেছেন হিরো আলম
বাংলাদেশের এই জনপ্রিয় ইউটিউবার সম্প্রতি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন। সেখানে হিরো আলমের সঙ্গে উপস্থিত ছিলেন  বান্ধবী রিয়া মনিও। আর সেখানেই নিজের মনের ইচ্ছার কথা জানান। বাংলাদেশের এই জনপ্রিয় ইউটিউবার বলেন তিনি বলিউডে কাজ করতে চান।

দীপাকার সঙ্গে অভিনয়
সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে হিরো আলমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে হিরো আলম জানান যে, ‘দুই বাংলার ভালোবাসা এখন যেন তাঁর হাতের মুঠোয়’। এত ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি।মঞ্চে দাঁড়িয়েই বলেন যে, বাংলাদেশ থেকে এসে বাংলায় শো করার কথা স্বপ্নেও ভাবেননি তিনি।  তার ইচ্ছা  বলিউডে কাজ করবেন সেকথাও রজনগণকে জানান হিরো আলম। বলেন, “দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।”

 

বলিউডের গ্ল্যামার দুনিয়াতে তার পা দেওয়া হবে কিনা সেই নিয়ে সংশয় থাকলেও মুর্শিদাবাদে তাকে দেখতে ভিড় উপচে পড়ে। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলমকে দেখার জন্য সামশেরগঞ্জের ওই প্রাথমিক স্কুলে ভিড় হয়েছিল দেখার মতো। অনেককেই হিরো আলমের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। মানুষেপ মধ্যে তাকে নিয়ে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো!
 

Advertisement

Advertisement