Bangladeshi Blogger Arrested পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছিলেন এক বাংলাদেশি ব্লগার। তাকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার কল্যাণীতে কোনও বৈধ কাগজপত্র ছাড়া থাকছিল সে। রানাঘাট পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই ওই বাংলাদেশি নাগরিকের খোঁজ তারা পায়। বেশ কয়েকদিন তদন্ত করার পরই তাকে গ্রেফতার করা হয়।
এক পুলিশ আধিকারিক জানান, ধৃত ব্যক্তির নাম মুফতি আবদুল্লাহ হাফিজ আল মাসুদ। কল্যাণীর গোকুলপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকছিল সে। নিজের আসল পরিচয় গোপন রেখেছিল। আশপাশের লোকজনের সঙ্গেও মেলামেশা খুব করত। আটক হওয়ার পর সে দাবি করে তার কাছে সব বৈধ কাগজপত্র আছে। তার থেকে উদ্ধার হওয়া সব নথি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে।
মুফতি আবদুল্লাহ হাফিজ আল মাসুদ বাংলাদেশের পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। ২০১৭সালে সে ভারতে আসে। সেই থেকে একাধিক ভাড়া বাড়িতে সে ছিল। ২০২৫ সালের শুরুর দিক থেকে গোকুলপুরে বসবাস শুরু করে। যদিও তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সেই ২০২০ সালেই। ওই একই বছরে ভিসার মেয়াদও উত্তীর্ণ হয়ে যায়। ফলে ভারতে থাকার জন্য বৈধ কোনও কাগজই ছিল না তার কাছে।
এক আধিকারিক বলেন, 'বৈধ ভিসা ছাড়া ভারতে থাকার কারণে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।'
পুলিশ সূত্রে খবর, মাসুদ বাংলাদের একজন ব্লগার। সে নাস্তিকতা ও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করত। তার জেরে মৌলবাদীদের হমকি পেতে হয়। এরপই ভারতে সে চলে আসে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ছিল। শেষবার কল্যাণীতে ছিল। সেখান থেকেই ধরা পড়ে পুলিশের হাতে।
তবে পশ্চিমবঙ্গে এতদিন সে কীভাবে থাকছিল, তার থাকার পিছনে অন্য কোনও ষড়যন্ত্র ছিল কি না সেটাও খতিয়ে দেখছেন তদন্তদকারীরা।