muhammad yunus, Khaleda zia বিদেশি সংস্থাগুলোর সঙ্গে একের পর এক চুক্তি করছে মহম্মদ ইউনূসের সরকার। তা নিয়ে চটে লাল বাংলাদেশের প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। তাদের দাবি, ইউনূস কোনও স্থায়ী সরকারের প্রতিনিধি নয়। তাই তাদের অন্য কোনও দেশের সঙ্গে চুক্তি করার কোনও অধিকারই নেই। ইউনূস ও তাঁর প্রশাসন দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের ইউনূস সরকার দুটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। একটির অধীনে ডেনিশ জায়ান্ট এপি মোলার-মায়েস্কের সহযোগী প্রতিষ্ঠান নেদারল্যান্ডস-ভিত্তিক এপিএম টার্মিনালস বিভি ৩০ বছরের জন্য চট্টগ্রামে লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে। দ্বিতীয় চুক্তিতে সুইজারল্যান্ড-ভিত্তিক MEDLOG-কে ২২ বছরের জন্য ঢাকার কাছে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (PICT) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
আর তাতেই আপত্তি জানিয়েছে বিএনপি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'কোনও সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয় তাহলে তাদের পক্ষে এসব চুক্তি করা সম্ভব নয়। এগুলো বেআইনি। এই সরকারের এমন বিদেশনীতি বা বাণিজ্য নীতি নির্ধারণের কোনও ক্ষমতা নেই। এভাবে দেসের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার কোনও মানে নেই।'
তাঁর দাবি, বাংলাদেশের বন্দর, জল ইত্যাদি এখানকার মানুষের সম্পদ। সেই সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বর্তমান সরকার। তাতে বাংলাদেশেরই ক্ষতি হবে।
খবরে প্রকাশ, ইউনূসের এভাবে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার সেই দেশের সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান এই প্রসঙ্গে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোম্পানিগুলিকে ১০ বছরের জন্য ১০০ শতাংশ কর ছাড় দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এখানে কর্মরত বিদেশি কারিগররা অতিরিক্ত কর ছাড়ও পাবেন।
এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ মোশাহিদা সুলতানা বলেন, 'বন্দর ইজারা দেওয়ার ফলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব হ্রাস পাবে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ কমবে।'