Bangladesh : দূতাবাস ও অন্য কর্মীদের পরিবারের সদস্যদের ভারতে ফেরার পরামর্শ কেন্দ্রের, হঠাৎ কী হল বাংলাদেশে?

বাংলাদেশের পরিস্থিতি বিগড়াতে পারে। সেই আশঙ্কায় সেদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দিল বিদেশমন্ত্রক।

Advertisement
দূতাবাস ও অন্য কর্মীদের পরিবারের সদস্যদের ভারতে ফেরার পরামর্শ কেন্দ্রের, হঠাৎ কী হল বাংলাদেশে?  Image: Bangladesh Nationalist Party on X
হাইলাইটস
  • বাংলাদেশের পরিস্থিতি বিগড়াতে পারে
  • সেজন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের

বাংলাদেশের পরিস্থিতি বিগড়াতে পারে। সেই আশঙ্কায় সেদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দিল বিদেশমন্ত্রক। একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে সংবাদ সংস্থা PTI। 

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন। তখন অশান্তি বাড়তে পারে সেখানে। সূত্রের খবর, সেই আশঙ্কা থেকেই ভারতীয়দের দেশে ফেরানোর পরামর্শ জারি করেছে নরেন্দ্র মোদীর সরকার। 

সূত্রটি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, 'নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা হাই কমিশন এবং অন্যান্য পদে আমাদের কর্মকর্তাদের উপর পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি।'

সঙ্গে এও জানানো হয়েছে, আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরতে বলা হলেও বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য সব কেন্দ্র খোলা থাকবে। কাজও হবে নিয়ম মোতাবেক। 

বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে চোখে পড়ার মতো। কোথাও জ্যান্ত জ্বালিয়ে খুন করা হয়েছে হিন্দু যুবককে কোথাও প্রাণ কেড়ে নেওয়া হয়েছে চোর অপবাদ দিয়ে। এই প্রেক্ষিতে সেই দেশে নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই কর্মরতদের পরিবারের সদস্যদের দেশে ফেরাতে চাইছে কেন্দ্র। 

এর আগে বাংলাদেশে ভোট হয়েছিল আওয়ামি লিগের সরকারের আমলে। শেখ হাসিনার টানা ১৬ বছরের রাজত্বে ২০২৪ সালেই সেই ভোটই ছিল তৃতীয় এবং সর্বশেষ নির্বাচন। বিএনপি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। একতরফাভাবে লুট করে ভোটে জেতার অভিযোগ উঠেছিল হাসিনার দলের বিরুদ্ধে। ওই বছরই ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হয়। 

POST A COMMENT
Advertisement