scorecardresearch
 

'বিজয় দিবসে' পাকিস্তানকে টেক্কা ঢাকার, ৪২ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার মজুত

বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপিত হচ্ছে বাংলাদেশ জুড়ে। আর এই বিশেষ দিনেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল দেশটিতে।

Advertisement
হাইলাইটস
  • বাংলাদেশে উদযাপিত বিজয়ের ৪৯তম বার্ষিকী
  • একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভিড়
  • আর এই ঐতিহাসিক দিনেই আরেক নিদর্শন গড়ল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক

 বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপিত হচ্ছে বাংলাদেশ জুড়ে। এই দিনে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেছিলেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয় সকাল সাড়ে ছটা থেকে। রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আহমদ চৌধুরী। এদিকে বিজয় দিবসে জাতিকে উপহার দিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেদেশে  বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভের পরিমাণ বর্তমানে অবস্থান করছে ৪ হাজার ২০৯ কোটি (৪২.০৯ বিলিয়ন) ডলারে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

৫ লক্ষের পথে মোট আক্রান্ত, জানুয়ারিতেই ভ্যাকসিন দেওয়া শুরু বাংলাদেশে

'বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া বিজয় দিবসে জাতির জন্য উপহার। এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরাট সুখবর, দেশের ইতিহাসে বিরল ঘটনা।' দিবস দিবসের দিন এমনটাই জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও শুধু ডিসেম্বরের ১৪ দিনে ১.০৩৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের ঠিক এই সময়ে যা ছিল  ৮৬৯ মিলিয়ন মার্কিন ডলার। জুলাই-নভেম্বর পাঁচ মাসে মোট ১০.৯০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। ২০২০-২১ অর্থবছরের ১ জুলাই থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট প্রায় ১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করোনা মহামারির মধ্যেও নিয়মিত রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কঠিন সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেছে। অর্থনীতির চাকাকে তেজ করতে বড় অবদান রাখছে প্রবাসীদের রেমিট্যান্স।

৭১-এর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ হাসিনার, নির্মম গণহত্যার ৪৯ বছর পার

অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের দেওয়া  তথ্যে  অনুযায়ী  বর্তমানে সেদেশে রিজার্ভের পরিমাণ ২০.৪ বিলিয়ন ডলার। এই হিসাবে বাংলাদেশের রিজার্ভ এখন পাকিস্তানের চেয়ে দ্বিগুণের বেশি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন,  “বিজয় দিবসের আগের দিন রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করা একটি ঐতিহাসিক ঘটনা। বিজয়ের এই মাসে পাকিস্তানের দ্বিগুণ রিজার্ভ এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের অর্থনীতি ৪৯ বছরে অনেক এগিয়েছে।”শুধু পাকিস্তানের চেয়েই নয়, বর্তমানে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার চেয়ে আট গুণ বেশি এখন বাংলাদেশের রিজার্ভ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব শ্রীলঙ্কার তথ্য অনুযায়ী, বর্তমানে সেদেশের রিজার্ভ ৫ বিলিয়ন ডলারের কিছু বেশি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতের পরাক্রমে পাকিস্তানি বাহিনীকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তখন সদ্য স্বাধীন দেশটির অর্থনীতি নিয়ে বিশ্বের অনেক দেশই প্রশ্ন তুলেছিল। তবে  বর্তমানে অর্থনীতি ও উন্নয়নের নানা সূচকে পাকিস্তানের চেয়ে কয়েক যোজন এগিয়ে গিয়েছে ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্রটি।

Advertisement

 

Advertisement