Bangladesh : বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, আরও প্রাণহানির আশঙ্কা

বাংলাদেশের মিরপুরে একটি কাপড়ের কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড। প্রাণ হারিয়েছেন ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাসায়নিক গুদামে বিস্ফোরণ হয়েছে বলেও খবর।

Advertisement
বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, আরও প্রাণহানির আশঙ্কা
হাইলাইটস
  • বাংলাদেশের মিরপুরে একটি কাপড়ের কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড
  • প্রাণ হারিয়েছেন ১৬ জন

বাংলাদেশের মিরপুরে একটি কাপড়ের কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড। প্রাণ হারিয়েছেন ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাসায়নিক গুদামে বিস্ফোরণ হয়েছে বলেও খবর। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লাগে। আর তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। কারখানা ও গুদামে শ্রমিকরা কাজ ছিলেন। তাঁদের দেহ ঝলসে যায়। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। 

বিকেল নাগাদ পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে এলে ৯ জনের দেহ উদ্ধার হয়। তবে সন্ধে পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ষোলোতে। মৃতরা সবাই পোশাক কারখানার কাজ করছিলেন। দমকল বাহিনীর প্রাথমিকভাবে অনুমান, ওই শ্রমিকরা কারখানার দ্বিতীয় বা তৃতীয় তলায় আটকে পড়েছিলেন। ছাদের দরজা বন্ধ ছিল। ফলে তাঁরা বেরোতে পারেননি। আবার তারইমধ্যে রাসায়নিক গুদাম থেকে গ্যাস কারখানার ভিতরে ঢুকতে শুরু করে। সেই কারণে সেখানেই আটকে পড়েন তাঁরা। 

এক পুলিশকর্তা জানান, অনেকের মৃত্যুর কারণ অগ্নিদগ্ধ হওয়া। কেউ কেউ আবার রাসায়নিক গ্যাসের কারণে দমবন্ধ হয়েও মারা গিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও জ্বলছে রাসায়নিক গুদাম। 

এদিকে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে বাংলাদেশের সিআইডি। নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাসায়নিক গুদামে ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পারক্সাইড, মেটাপটাশ, এনজাইম এবং প্লাস্টিক সহ বিপজ্জনক পদার্থ মজুত ছিল। অভিযোগ, যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া ছয় থেকে সাত ধরণের রাসায়নিক সেখানে রাখা হয়েছিল। এক আধিকারিক জানিয়েছেন, পোশাক কারখানা বা রাসায়নিক গুদামের কোনওটিরই অগ্নি নিরাপত্তা লাইসেন্স বা অনুমোদিত সুরক্ষা পরিকল্পনা ছিল না।

POST A COMMENT
Advertisement