
বৃহস্পতিবার রাত থেকেই জ্বলতে শুরু করা বাংলাদেশ এখনও থমথমে। শনিবারই কবর দেওয়া হয়েছে ওসমান হাদির মরদেহ। তাঁর খুনিদের ধরতে বাংলাদেশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
এরইমধ্যে জানা গেল নয়া আপডেট। ছায়ানটে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে ঢাকা পুলিশ। শুক্রবার রাতেই ধানমণ্ডি থানায় ছায়ানটে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটের অভিযোগ তুলে এই মামলা করেছেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।
পুলিশ সূত্রে খবর, প্রায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে আসামি করা হয়েছে। তবে নির্দিষ্ট কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, বাংলাদেশের চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল ভারতীয় ভিসা সেন্টার। বিবিসি বাংলার তরফে দাবি করা হয়েছে, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই এই নিয়ম বলবৎ করা হয়েছে বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, "পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী ঘোষণা করা হবে।"
অন্যদিকে, সিলেটের ভারতীয় উপদূতাবাস ও ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। শুক্রবারই তারা এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় একদল বাংলাদেশি জনতা। ঘটনাস্থল থেকে কমপক্ষে ১১ জনকে আটকও করা হয়। এরপরই নিরাপত্তা বৃদ্ধি করে মহম্মদ ইউনুস।