বিয়ের এক বছর না যেতেই পরীমনি ও রাজের বিচ্ছেদ হতে চলেছে, এমনটাই খবর ভাসছে ঢালিউড জুড়ে। এর মাঝেই ২০২৩-এর সকালে বিছানায় ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পরীমনি। সেইসঙ্গে জানিয়েছেন, বছরের প্রথম দিনই তিনি আসছেন সাংবাদিক সম্মেলনে। রবিবার ভোরে ফেইসবুকে ওই ছবি পোস্ট করলেও বিস্তারিত লেখেননি নায়িকা। আর তাতেই বিচ্ছেদ জল্পনা আরও প্রবল হচ্ছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে পরীমনি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’ পরীমনি এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই রাজের সঙ্গে তাঁর সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তোলেন।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরী জানিয়েছেন , “বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছু বলতে পারছি না।”
দুজনের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরীমনি। অভিনেত্রী বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’ যদিও বিষয়টি নিয়ে রাজ মুখ খোলেননি। তবে পরীমনির ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, রাজের পরিবার থেকেও বিয়েবিচ্ছেদের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।
প্রসঙ্গত চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর এ বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে রাজ-পরীর বিয়ে সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে এসেছে ছেলে রাজ্য। তবে ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি— এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশ জুড়ে। একসময় পরীমনি রাজ ও বিদ্যা সিনহা মিমের বিয়েবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট করেছিলেন , ‘এসব বন্ধ করো’। তখন থেকেই রাজ-মিমের প্রেম ও পরীর সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে।