Nirab-Apu Biswas: সে দিন কোল থেকে কেন পড়ে গেলেন অপু? খোলসা করলেন নীরব

মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ঢালিউড তারকা নীরব ও অভিনেত্রী অপু বিশ্বাস। পারফর্ম করতে গিয়ে নীরব যখন অপুকে কোলে ওঠাতে যাচ্ছিলেন, তখন পড়ে যান অপু। তবে সেই পরিস্থিতেও নাচ থামাননি তারা। এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement
সে দিন কোল থেকে কেন পড়ে গেলেন অপু? খোলসা করলেন নীরবকোল থেকে কেন পড়ে গেলেন অপু বিশ্বাস? অবশেষে কারণটা জানালেন নিরব

মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ঢালিউড তারকা  নীরব ও অভিনেত্রী অপু বিশ্বাস। পারফর্ম করতে গিয়ে নীরব যখন অপুকে কোলে ওঠাতে যাচ্ছিলেন, তখন পড়ে যান অপু। তবে সেই পরিস্থিতেও নাচ থামাননি তারা। এই  দৃশ্য এখন সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নীরব ও অপু পড়ে যাওয়ার পরই অনুষ্ঠানের উদ্যোক্তারা  তাদের কাছে ছুটে আসেন এবং দুজনকে টেনে তোলেন। এরপর বাকি পারফর্মেন্স শেষ করেন দুই তারকা। এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন নীরব। অভিনেতার বক্তব্য, ‘মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে এই আয়োজন ছিল। সেখানে আমরা “হৃদয়ের আয়না”, “জল পড়ে পাতা নড়ে”, “বিয়াইন সাব”সহ চারটি গানে সঙ্গে পারফর্ম করি। এর মধ্যে শেষ গান ছিল “বিয়াইন সাব”। সেই গানে পারফর্মের প্রায় শেষ মুহূর্তে হঠাৎ আমার কোল থেকে অপু পিছলে পরে যায়। এতে কারও কিছুই হয়নি। আমরা পাঁচ কি ছয় সেকেন্ড পরেই স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে আবার নেচেছি। এমনকি আবারও অপুকে কোলে নিয়েই নেচেছি।’

নীরব ও অপু বিশ্বাস নাচ শেষে ভক্তদের কাছে অনুরোধ করেন  ভিডিওটি ফেসবুকে না পোস্ট করতে। তাঁদের অনুরোধ মেনে অনেকেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেননি। কিন্তু ভক্তরা কেউ কেউ অনুষ্ঠান ফেসবুকে লাইভ করায় ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সেই ঘটনাটি নানাভাবে সংবাদমাধ্যমেও এসেছে। শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। এই ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন। তবে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, 'আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।' বিষয়টিতে মনঃক্ষুণ্ন হয়ে নীরব বলেন, ‘পড়ে যাওয়ার মূল কারণটাই অনেকে জানেন না।’

Advertisement

 নীরব জানান, 'সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, এ আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।'

POST A COMMENT
Advertisement