Shobnom Bubly: 'ক্যাসিনো'-তে নীরব-বুবলি, শাকিব-পর্ব ইতি? নায়িকা বলছেন...

নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী শবনম বুবলি। তারপর শাকিবের সঙ্গে বিয়ে, সন্তানের মা হওয়া, নানা মোড় দিয়ে গিয়েছে বুবলির জীবন। তবে দীর্ঘদিন ধরেই শাকিব আর বুবলি একসঙ্গে থাকছেন না বলেই খবর। শাকিব খান দাবি করছেন, বুবলির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর।

Advertisement
 'ক্যাসিনো'-তে নীরব-বুবলি, শাকিব-পর্ব ইতি? নায়িকা বলছেন...নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী শবনম বুবলি

নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী  শবনম বুবলি। তারপর শাকিবের সঙ্গে বিয়ে, সন্তানের মা হওয়া, নানা মোড় দিয়ে গিয়েছে বুবলির জীবন। তবে দীর্ঘদিন ধরেই শাকিব আর বুবলি একসঙ্গে থাকছেন না বলেই খবর। শাকিব খান দাবি করছেন, বুবলির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন। আর এর মাঝেই অভিনেতা নীরবের সঙ্গে জুটি বাঁধলেন বুবলি, তবে অনস্ত্রিনে। 

জানা যাচ্ছে আগামি কুরবানি ইদেই বুবলি ও নীরবের সিনেমা ‘ক্যাসিনো’ মুক্তি পেতে চলেছে । এই  সিনেমায় বুবলিকে ক্যাসিনোর সঙ্গে যুক্ত এক চরিত্রে দেখা যাবে। অন্যদিকে নিরব অভিনয় করেছেন ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার হিসাবে। এর আগে বারবার শাকিবের  বিপরীতেই অভিনয় করতে দেখা গিয়েছে বুবলিকে। এই প্রথম শাকিব ছাড়া বড়পর্দায় আসছেন তিনি। এই বিষয়ে বুবলি বলেন, ‘কেরিয়ারে এ সিনেমা দিয়েই একা পথচলা শুরু করেছি। সহশিল্পী, পরিচালক, ইউনিট-দারুণ পরিবেশ ছিল। কাজ করার সময় সবাই সহযোগিতা করেছেন।' 

এদিকে শাকিবের  সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলি বলছেন, 'আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে- সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক- যেভাবে ভালো লাগে, যেটা যেভাবে শান্তি থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক- এটাই চাই।'

বুবলির আরও সংযোজন, 'অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি। আমি আমার জীবন থেকে যদি বলি, আমি সব সময় খুব ঘরকুনো। সেটা যখন আমার ঘর ছিল। আমি চেয়েছি সব সময় ঘরটা বাঁচাতে।'

Advertisement

POST A COMMENT
Advertisement