Durga Puja 2025 Bangladesh: বাংলাদেশে এবার ৩১ হাজারের বেশি দুর্গাপুজো, নিরাপত্তায় App আনল ইউনূস সরকার

পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো বাংলাদেশের হিন্দুদেরও সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর সময় নিরাপত্তার দিকে নজর বিশেষ ব্যবস্থা করছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী।

Advertisement
বাংলাদেশে এবার ৩১ হাজারের বেশি দুর্গাপুজো, নিরাপত্তায় App আনল ইউনূস সরকারকেমন হচ্ছে এবার বাংলাদেশের দুর্গাপুজো?

পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো বাংলাদেশের হিন্দুদেরও সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর সময় নিরাপত্তার দিকে নজর বিশেষ ব্যবস্থা করছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। আসন্ন দুর্গাপুজো  উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী । তিনি জানান, এবার পুজোমণ্ডপের নিরাপত্তায় সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র‍্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। বিশেষ করে, সীমান্ত এলাকার মণ্ডপগুলোর মূল নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে, পূজামণ্ডপের আশেপাশে কোনও অবৈধ মেলা, গাঁজার আড্ডা বা মদের আড্ডা বসতে দেওয়া হবে না। 

বাংলাদেশে দুর্গাপুজোয় মৌলবাদী হামলার আশঙ্কাও রয়েছে। তা এড়িয়ে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে এবার মণ্ডপের নিরাপত্তায়  অ্যাপ ব্যবস্থা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী সোমবার ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সভাকক্ষে একথা জানান। আসন্ন শারদোৎসবে মণ্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গির আলম চৌধুরী  জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পুজো উদযাপিত হবে। যারা দুষ্কৃতী, তারা সর্বত্র বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। তবে তেমনটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তায় বিশেষ অ্যাপের ব্যবস্থা থাকবে, তা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,'এই পদ্ধতিতে কোনও ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে। সঙ্গে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাবে। পুজোমণ্ডপ ঘিরে যে মেলা হয়, সেখানে মাদকের আড্ডা কোনওভাবেই করা যাবে না। এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারা দেশে ৩১ হাজার ৫৭৬টি পুজোমণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে পারে।

তবে বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে বিধিনিষেধ জারির সময় বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে বিতর্কও তৈরি  হয়েছে। তিনি জানান, বাংলাদেশে এবার দুর্গাপুজো প্রাঙ্গণে কোনও মেলার আয়োজন করা যাবে না। কারণ, সেখানে মদ, গাঁজার আসর বসে!  তাই এবার পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এ ধরনের কোনও মেলার অনুমতি না দেওয়া হয়। তাঁর এই মন্তব্য  হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়া বলে মত সেখানকার সংখ্যালঘুদের।  বাংলাদেশি উপদেষ্টা বলেন, '২৪ ঘণ্টা পুজোমণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার মেলায় এসব হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না। নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে তিন লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। স্থানীয় পর্যায়ে পুজো কমিটিগুলোও তাদের নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিটি মণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হবে।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement