Durga Puja Bangladesh:ঝুঁকিতে রয়েছে ৮৯ মণ্ডপ, কেমন হচ্ছে এবার ঢাকার দুর্গাপুজো?

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও দুর্গাপুজো নিয়ে উৎসবের আমেজ। বাংলাদেশে ২ অক্টোবর পর্যন্ত ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপুজো, এমনটাই জানাচ্ছে ইউনূস সরকার। গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি বেড়েছে পুজোমণ্ডপ। এর মধ্যে রাজধানী ঢাকায় শতাধিক মণ্ডপে হচ্ছে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে নগরী।

Advertisement
ঝুঁকিতে রয়েছে ৮৯ মণ্ডপ, কেমন হচ্ছে এবার ঢাকার দুর্গাপুজো?Durga Puja Bangladesh

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও দুর্গাপুজো নিয়ে উৎসবের আমেজ। বাংলাদেশে  ২ অক্টোবর পর্যন্ত ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপুজো, এমনটাই জানাচ্ছে ইউনূস সরকার। গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি বেড়েছে পুজোমণ্ডপ। এর মধ্যে রাজধানী ঢাকায় শতাধিক মণ্ডপে হচ্ছে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে নগরী।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির, গুলশান-বনানী সর্বজনীন পুজো উদযাপন পরিষদ মণ্ডপ, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দুর্গাপুজো শুরু হয়েছে। এবারের দুর্গাপুজো  উপলক্ষ্যে সব মণ্ডপে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এবছর ঢাকা শহরে ২৫৯টি মন্ডপে চলছে  দুর্গাপুজো।

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ঢাকা মহানগরীর ২৫৯ টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।  গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পুজো হয়েছিল। সেই হিসাবে এবার ঢাকা মহানগরে সাতটি পুজো বেশি হবে। দুর্গাপুজোয় ঢাকায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই ঢাকেশ্বরী জাতীয় মন্দির। পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী রোডে মন্দিরটির অবস্থান। 

এদিকে, ঢাকায় ৮৯টি পুজোমণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার বলেন, আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করবো এবং তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পুজো  উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পুজোমণ্ডপে চারটি শ্রেণিতে ভাগ করে ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মণ্ডপগুলোর শ্রেণি মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় ২ হাজার ২০০ পুলিশ মোতায়েন থাকছে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement