Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজো কি নির্বিঘ্নে মিটল? ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল

বাংলাদেশে পুজো যাতে এবার নির্বিঘ্নেই হয় সেইজন্য প্রথম থেকেই সজাগ ছিল ইউনূস সরকার। প্রশাসনের হিসাব অনুযায়ী এবার বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫ টি পুজো হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে হয়েছে ২৫৯ টি পুজো। পুজো উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন আই জি পি বাহারুল আলম। শেষপর্যন্ত পুজোর চারটে দিন নির্বিঘ্নে মাতলেন বাংলাদেশের মানুষ ৷

Advertisement
 বাংলাদেশে দুর্গাপুজো কি নির্বিঘ্নে মিটল? ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিলইউনূসের বাংলাদেশে কি এবার নির্বিঘ্নে মিটল দুর্গাপুজো?


বাংলাদেশে পুজো যাতে এবার নির্বিঘ্নেই হয় সেইজন্য প্রথম থেকেই সজাগ ছিল ইউনূস সরকার। প্রশাসনের হিসাব অনুযায়ী এবার বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫ টি পুজো হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে হয়েছে ২৫৯ টি পুজো। পুজো উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন আই জি পি বাহারুল আলম। শেষপর্যন্ত পুজোর চারটে দিন  নির্বিঘ্নে মাতলেন বাংলাদেশের মানুষ ৷

শেখ হাসিনার শেষ সময় থেকেই বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ উঠেছিল ৷ সেই আঁচ গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল ৷ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয় ৷ তারপরেই ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল ৷ বিশেষত, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ ওঠে ৷ তবে এবার গোটা দেশে শান্তিতেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব।

বাংলাদেশের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম ঢাকার ঢাকেশ্বরী দুর্গাপুজো ৷ সেখানে এবছরেও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো ৷ এছাড়া, পুরনো ঢাকার শাঁখারি বাজার, তাঁতীবাজার সর্বজনীন দুর্গাপুজো, গুলশন-বনানী সর্বজনীন, সূত্রাপুর সর্বজনীন, ওয়ারি সর্বজনীন, চকবাজার সর্বজনীন, লালবাগের শ্রী শ্রী গিরি গোবর্ধন ধারী জিউ পঞ্চায়েত মন্দিরের পুজোতেও ছিল মানুষের ভিড় ৷ ঢাকার বাইরে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, নাটোরের সর্বজনীন দুর্গাপুজোগুলিতেও মেতেছিলেন পদ্মাপাড়ের মানুষজন ৷  মানুষজন প্রতিমা দর্শন করছেন, সেলফিতে মজেছেন, চলছে প্রসাদ বিতরণ, ঢাক-কাঁসরের শব্দে মুখরিত ছিল পদ্মাপাড়ের দেশটি ৷

বৃহস্পতিবার  ঢাকার বুড়িগঙ্গা নদীতে হাজার হাজার মানুষ ভিড় জমান দেবীর বিসর্জনের। 'আমাদের উৎসব শান্তির মধ্য দিয়ে শেষ হয়েছে', ঢাকা শহরের শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের একজন মুখপাত্র সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতে, সারা দেশে পুজো মণ্ডপের সংখ্যা ছিল ৩৩,৩৫৫টি, যার মধ্যে ঢাকা শহরে ২৫৮টি ছিল। অন্তর্বর্তীকালীন সরকার পুজো  উদযাপনের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করে। 'আমরা প্রশাসন এবং বিশেষ করে সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই যারা উদযাপনের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। কোনও বড় (অপ্রত্যাশিত) ঘটনা ঘটেনি,' বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কাজল দেবনাথ পিটিআইকে একথা বলেন।

Advertisement

এদিকে দশমীর দুপুরে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বের হয় বর্ণাঢ্য এক বিজয়া শোভাযাত্রা। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুরের পর থেকেই ভক্তরা রাজধানীর বিভিন্ন এলাকার পুজণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন পলাশীর মোড়ে। রাস্তার পাশে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তবে তিনি আরও বলেন, বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে ১৪টিতে কিছু বিক্ষিপ্ত বাধা ছাড়া উৎসব  মূলত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে হিন্দুরা সুখে শান্তিতে আছে তাদের ওপর নিপীড়ন নির্যাতনের কোন ঘটনা ঘটেনি বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সম্প্রতি দাবি করেছেন। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনূস দাবি করেছেন হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাগুলি অতিরঞ্জিত এবং অধিকাংশই অপপ্রচার। তার অভিযোগ এই অপপ্রচারে যুক্ত ভারত। বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ফোরাম ইউনূসের এই দাবির সমালোচনা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মuম্মদ ইউনূসের বক্তব্যে ‘গভীর দুঃখ ও ক্ষোভ’ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
 

POST A COMMENT
Advertisement