scorecardresearch
 

বাংলাদেশের 'শিশু সংশোধনাগার' কেন্দ্রে ভারতীয় কিশোরের দেহ উদ্ধার

বাংলাদেশের শিশু সংশোধনাগারে উদ্ধার হল ভারতীয় কিশোর দেহ। জানা গিয়েছে, রিজউদ্দিন মোল্লা নামে এক কিশোর বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে। বাংলাদেশের গাজীপুরের শিশু সংশোধনাগার থেকে উদ্ধার করা হয়েছে ওই বন্দির দেহ। বৃহস্পতিবার ২১-এ জানুয়ারির রাতে টঙ্গির ওই কেন্দ্রের একটি সেল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বাংলাদেশের শিশু সংশোধনাগারে উদ্ধার হল ভারতীয় কিশোর দেহ।
  • রিজউদ্দিন মোল্লা নামে এক কিশোর বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে।
  • বাংলাদেশের গাজীপুরের শিশু সংশোধনাগার থেকে উদ্ধার করা হয়েছে ওই বন্দির দেহ।

বাংলাদেশের শিশু সংশোধনাগারে উদ্ধার হল ভারতীয় কিশোর দেহ। জানা গিয়েছে, রিজউদ্দিন মোল্লা নামে এক কিশোর বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে। বাংলাদেশের গাজীপুরের শিশু সংশোধনাগার থেকে উদ্ধার করা হয়েছে ওই বন্দির দেহ। বৃহস্পতিবার ২১-এ জানুয়ারির রাতে টঙ্গির ওই কেন্দ্রের একটি সেল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনাটি যে সত্যি. তা টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, 'ওই কেন্দ্রে কীভাবে এরকম হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। বাথরুমের গ্রিলের চারপাশে জড়ানো একটি তোয়ালে থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ওই কিশোরের দেহ। খোঁজ নিয়ে দেখা গেছে, কিশোরগঞ্জ থানায় একটি মামলায় অভিযুক্ত হয়ে ওই কেন্দ্রে আসে ওই কিশোর। এখানে আসার পরে কারও সঙ্গে মিশত না সে। '

নিহত রিজউদ্দিন দক্ষিণ চব্বিশ পরগনার মগড়াহাটের মাইরাদা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের আব্দুর গফুর মোল্লার ছেলে রিজউদ্দিন। মাদক মামলায় তাকে কিশোরগঞ্জ জেলা থেকে গ্রেফাতার করে টঙ্গী শিশু সংশোধনাগারে রাখা হয়েছিল। এ বিষয়ে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রিজউদ্দিন মারা যান। তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যায় না।


Advertisement