scorecardresearch
 

Bengali Man Was Beaten In Bangladesh: 'বাংলাদেেশিদের বয়কট করুন, পরিষেবা দেবেন না', উত্তরবঙ্গের হোটেল-নার্সিংহোমে প্রচার হিন্দু মঞ্চের

Bengali Man Was Beaten In Bangladesh: এই পরিস্থিতিতে বাংলাদেশীদের সম্পূর্ণভাবে বয়কটের ডাক দিয়ে শিলিগুড়ি হোটেল, নার্সিংহোমে বাংলাদেশিদের পরিষেবা না দেওয়ার আবেদন জানাল হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch)। বিষয়টি নিয়ে মঞ্চের তরফে শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন ও নার্সিংহোমগুলিতে চিঠি দেওয়া হচ্ছে।

Advertisement
'বাংলাদেেশিদের বয়কট করুন, পরিষেবা দেবেন না', উত্তরবঙ্গের হোটেল-নার্সিংহোমে প্রচার হিন্দু মঞ্চের 'বাংলাদেেশিদের বয়কট করুন, পরিষেবা দেবেন না', উত্তরবঙ্গের হোটেল-নার্সিংহোমে প্রচার হিন্দু মঞ্চের

বাংলাদেশে (Bangladesh) হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে বিগত কিছুদিন থেকে উত্তাপ ছড়াচ্ছে। সোস্যাল মিডিয়া থেকে বিভিন্ন ক্ষেত্রে ভারতবিরোধী শ্লোগানও উঠছে। কদিন আগেই বাংলাদেশে গিয়ে হেনস্থা হতে হয়েছে কলকাতার বেলঘরিয়ার যুবককে। তারপর আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এদেশেও পাল্টা বাংলাদেশ বিরোধী হাওয়া জোরালো হচ্ছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশীদের পরিষেবা না দেওয়ার জন্য দাবি উঠেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশীদের সম্পূর্ণভাবে বয়কটের ডাক দিয়ে শিলিগুড়ি হোটেল, নার্সিংহোমে বাংলাদেশিদের পরিষেবা না দেওয়ার আবেদন জানাল হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch)। বিষয়টি নিয়ে মঞ্চের তরফে শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন ও নার্সিংহোমগুলিতে চিঠি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত নাগরিকের ভিসা বাতিলের দাবিতে সংগঠনের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দেওয়া হয়েছে। শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন জাগরণ মঞ্চের আবেদন গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

বিষয়টি নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের কোষাধ্যক্ষ প্রেমলাল আগরওয়াল বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের বাড়িতে লাগাতার হামলার পাশাপাশি ভাঙচুর, লুটপাট চলছে। যেই দেশ হিন্দুদের ওপর আক্রমণ করে সেই দেশের মানুষকে কোনও সহযোগিতা করা যাবে না। ভারতীয় জাতীয় পতাকার বাংলাদেশে অবমাননা করা হয়েছে। বাংলাদেশে বয়কটের মাধ্যমে যোগ্য জবাব দিতে হবে।’

উত্তরবঙ্গজুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। যার সমর্থনে পোস্টারিং চলছে। ভারতের জাতীয় পতাকায় প্রণাম না করে চেম্বারে প্রবেশ করা যাবে না, তা শিলিগুড়ির এক চিকিৎসক আগেই ঘোষণা করেছেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সমস্ত চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে মঞ্চের তরফে বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে পরিষেবা না দেওয়ার আবেদন জানানো হয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে।

শিলিগুড়িতে চিকিৎসা, পড়াশোনা, পর্যটনের জন্য বছরভর বহু মানুষ বাংলাদেশ থেকে আসেন। এদেশ থেকে বাংলাদেশিরা বছরভর বিভিন্ন সুযোগ, সুব‌িধা নিয়ে থাকেন। মঞ্চের শিলিগুড়ি মহানগরের সংযোজক অমিত কুমার জাানান, বাংলাদেশে পণ্য পাঠানো এমনিতে কমে গিয়েছে। সেটা একেবারে বন্ধ করে দিতে হবে। পাশাপাশি ওই দেশের নাগরিকদের সমস্ত ভিসা দেওয়া বন্ধ করে দিতে হবে।হিন্দুদের উপর আক্রমণ বন্ধ এবং চিন্ময় কৃষ্ণর নিঃশর্ত জামিন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত।’

Advertisement

মালদার হোটেল মালিক সংগঠনগুলি বাংলাদেশের নাগরিকদের বয়কট করেছে। তবে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এখনও সেই পথে হাঁটেনি। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘হিন্দু জাগরণ মঞ্চের এখনও কোনও চিঠি পাইনি। তবে মঞ্চের তরফে বাংলাদেশিদের পরিষেবা না দেওয়ার বিষয়ে যে আবেদন করা হয়েছে, তা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানানো হবে।

 

Advertisement