বাংলাদেশে ফের হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে খুনবাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত। এবার আরও নৃশংস ভাবে খুন করা হল এক ২৩ বছরের যুবককে। এবার ঘটনাটি ঘটেছে নরসিন্দি পুলিশ লাইন সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায়। মৃতের নাম ২৩ চঞ্চল চন্দ্র ভৌমিক। একটি গ্যারেজের ভিতর তাঁকে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চঞ্চল চন্দ্র ভৌমিক আদতে কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। গত কয়েক বছর ধরেই নরসিংদীতে একটি গ্যারেজে কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন চঞ্চল।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে যখন চঞ্চল গ্যারেজের ভেতরে ঘুমাচ্ছিলেন, তখন দোকানের বাইরের শাটারে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্যারেজের ভিতরে মোবিল ও তেল থাকায় আগুন দ্রুত ভেতরেও ছড়িয়ে পড়ে। কিন্তু শাটার তালা বন্ধ থাকায় বাইরে বেরোতে পারেনি চঞ্চল।
CCTV-তে রেকর্ড হওয়া ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি দোকানের বাইরে আগুন ধরিয়ে দিচ্ছেন, যা দ্রুত পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই প্রথমে দমকলকে খবর দেয়। তাঁরা এসে আগুন নেভালেও চঞ্চলকে বাঁচানো যায়নি। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হলে গ্যারাজের ভিতর থেকে চঞ্চল চন্দ্র ভৌমিকের পোড়া দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ ধরে জ্বলে যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে তাঁর।
এই ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন চঞ্চলের পরিবার। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এক যুবককে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নতুন করে বাংলাদেশে আতঙ্কিত হয়ে পড়েছেন সংখ্যালঘুরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয় হিন্দু নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।