Bangladesh Election 2026: আওয়ামী লিগের 'ভোটব্যাঙ্কে' নজরে হিন্দু ভোটও, জামাত, BNP-র হঠাত্‍ 'কুমিরের কান্না' শুরু

আসলে ২০২৪ সালের ৫ অগাস্টের পরে আওয়ামী লিগ সমর্থক ও ভোটারদের উপর অকথ্য অত্যাচার করেছে জামাত, বিএনপি সহ সব দলই। বিশেষ করে জামাতের কট্টরপন্থীরা। এখন ভোট যত এগিয়ে আসছে, তত দরদ বাড়ছে। সহানুভূতির ঝুলি নিয়ে জামাত, বিএনপি হাজির হচ্ছে হাসিনা সমর্থকদের কাছে।

Advertisement
আওয়ামী লিগের 'ভোটব্যাঙ্কে' নজরে হিন্দু ভোটও, জামাত, BNP-র হঠাত্‍ 'কুমিরের কান্না' শুরু বাংলাদেশ জাতীয় নির্বাচন ২০২৬ -- ছবিটি প্রতীকী ও সংগৃহীত
হাইলাইটস
  • জামাত ও বিএনপি উঠেপড়ে লেগেছে হাসিনার দলের সমর্থকদের মন পেতে
  • আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে বাংলাদেশে
  • জামাত, বিএনপি-র এই দরদ 'কুমিরের কান্না' নয় তো?

অরাজকতার আরেক নাম বাংলাদেশ। অবৈধ ভাবে শেখ হাসিনার পার্টি আওয়ামী লিগকে নিষিদ্ধ করে জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এখন সেই আওয়ামী লিগের ভোটব্যাঙ্কের দিকে নজর জামাত ই ইসলামি, BNP-র মতো দলগুলির। নৌকা সমর্থকদের ভোট টানতে মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে সব দল। বিশেষ করে জামাত ও বিএনপি-র নজরে আওয়ামী লিগের ভোটব্যাঙ্ক।

জামাত ও বিএনপি উঠেপড়ে লেগেছে হাসিনার দলের সমর্থকদের মন পেতে

সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, মূলত গোপালগঞ্জ, যা আওয়ামী লিগের শক্তঘাঁটি বলে পরিচিত, সেখানে জামাত ও বিএনপি উঠেপড়ে লেগেছে হাসিনার দলের সমর্থকদের মন পেতে। বাংলাদেশে অতীতের সব নির্বাচনের পরিসংখ্যান বলছে, গোপালগঞ্জে তিনটি আসনেই আওয়ামী লিগের বিপরীতে যে দল দাঁড়িয়েছে, জামানত জব্দ হয়ে গিয়েছে প্রার্থীর। গোপালগঞ্জে তিন আসনে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে জামাত। গোপালগঞ্জ ২ সদর আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন আজমল হোসেন সর্দার। পেশায় আইনজীবী।

আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে বাংলাদেশে

সব কিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে বাংলাদেশে। আওয়ামী লিগ সেই ভোটে অংশ নিতে পারছে না বলেই এখনও পর্যন্ত আপডেট। বিবিসি সূত্রের খবর, গোপালগঞ্জের এই জামাত প্রার্থী আওয়ামী লিগের সমর্থকদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন বারবার। নানা ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে বহু আওয়ামী লিগ সমর্থককে। তাঁদের বিনামূল্যে আইনি সহায়তার কাজ চালাচ্ছেন আজমল। ওই সব মামলা থেকে তাঁদের রেহাই দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিচ্ছে জামাত। 

বিএনপি মুক্তিযুদ্ধের আবেগ দিয়ে ভোট চাইছে

পিছিয়ে নেই বিএনপি-ও। খালেদা জিয়ার দলও গোপালগঞ্জে আওয়ামী লিগ সমর্থকদের মন পেতে মরিয়া। বিএনপির প্রাথমিক মনোনয়নে গোপালগঞ্জ-২ সদর আসনের প্রার্থী কে এম বাবর। তাঁর দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে ধানের শীষ। একাত্তরের মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে কাজে লাগিয়েই ভোট টানার চেষ্টা করছে বিএনপি। 

জামাত, বিএনপি-র এই দরদ 'কুমিরের কান্না' নয় তো?

Advertisement

আসলে ২০২৪ সালের ৫ অগাস্টের পরে আওয়ামী লিগ সমর্থক ও ভোটারদের উপর অকথ্য অত্যাচার করেছে জামাত, বিএনপি সহ সব দলই। বিশেষ করে জামাতের কট্টরপন্থীরা। এখন ভোট যত এগিয়ে আসছে, তত দরদ বাড়ছে। সহানুভূতির ঝুলি নিয়ে জামাত, বিএনপি হাজির হচ্ছে হাসিনা সমর্থকদের কাছে। অনেকেই মনে করছেন, এটি আসলে 'কুমিরের কান্না'। ভোট মিটে গেলেই আবার শুরু হবে অত্যাচার। বিএনপি-র বাবরের বক্তব্য, ভবিষ্যতে আর প্রতিশোধের রাজনীতি করা হবে না। বিবিসি-কে তিনি বলেন, 'যদি গোপালগঞ্জ দুই আসনের মানুষ আমাদের ভোট দেয়, আমরা কোনও প্রতিশোধ, কোনও মিথ্যা মামলা, হয়রানি করবো না। কারণ আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।' তার মানে ভোট না পেলেই নির্যাতন শুরু হবে? প্রশ্নটা স্বাভাবিক ভাবেই উঠছে।  তবে বিএনপি ও জামাত যেভাবে গোপালগঞ্জ দখলের চেষ্টা করছে, এনসিপি-র তরফে তেমন কিছু দেখা যাচ্ছে না। এনসিপি-র দাবি, গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লিগের ছাত্র-যুবদের মন বদল ঘটেছে। তাঁরা এনসিপি-র পক্ষেই রয়েছেন। 

বস্তুত, শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশজুড়েই ব্যাপক সমর্থক রয়েছে আওয়ামী লিগের। হাসিনার মৃত্যুদণ্ডে যেভাবে তাঁরা রাস্তায় নেমেছেন, তাতে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশে তাঁরা সক্রিয়। এবং যদি তাদের ভোটে অংশ নিতে দেওয়া হয়, খেলা ঘুরে যাবে। 

হিন্দুভোটেও নজর জামাত, বিএনপি-র

ঠেলায় পড়ে এখন হিন্দু ভোটারদেরও কাছে টানতে চাইছে জামাত। কারণ বাংলাদেশে হিন্দু ভোটব্যাঙ্কও আওয়ামী লিগের। যার নির্যাস, জামাত নিজের নির্বাচনী এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে বিশাল সমাবেশ করছে বলে সংবাদমাধ্যম বিবিসি সূত্রের খবর।  বিএনপিও তাদের কর্মসূচিতে সংখ্যালঘুদের গুরুত্ব দিচ্ছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সঙ্গে তাদের রাজনীতি। তার ভাষায় বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সকলকে নিয়ে।

POST A COMMENT
Advertisement