বাংলাদেশের রাজধানী ঢাকার স্কুলে বিমান দুর্ঘটনা কাণ্ডে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, বাংলাদেশের এই খারাপ অবস্থার সময়ে ভারত সবরকমভাবে পাশে থাকতে রাজি। সেই মতো এবার মহম্মদ ইউনূসের দেশে ভারত থেকে যাচ্ছেন ডাক্তার-নার্স।
দুই দেশের বিদেশ মন্ত্রকের তরফে আলোপ আলোচনা চলার পরই ভারত সেই দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিমান দুর্ঘটনার পর উত্তরার ওই স্কুলের অনের শিশু আহত হয়। বেশিভাগই অগ্নিদগ্ধ। তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক ওষুধ ও যন্ত্রপাতি। ভারত যে টিম বাংলাদেশে পাঠাচ্ছে, সেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। এছাড়াও ওষুধ ও যন্ত্রপাতিও পাঠানো হচ্ছে। সেখানকার রোগীদের কী কী প্রয়োজন, কীভাবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তাঁরা সেই সব খতিয়ে দেখবে এই টিম। প্রয়োজনে আরও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী পাঠানো হবে ভারত থেকে।
শেষ পাওয়া খবর পর্যন্ত মঙ্গলবারই এই টিমের ঢাকা পৌঁছনোর কথা। বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো'-তে প্রকাশ, ভারত থেকে চার সদস্যের চিকিৎসা প্রতিনিধিদল ঢাকায় আসছে। এঁদের মধ্যে দু জন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স।
সোমবার উত্তরার ওই স্কুলে ভেঙে পড়ে প্রশিক্ষণরত একটি বিমান। ফলে আগুন ধরে যায়। দগ্ধ হয় অনেক পড়ুয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকার প্রায় ৬টি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।