এবার চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর উপর হামলার অভিযোগ। ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাসের কথায়, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন রমেন রায়। তাঁর উপর 'নিষ্ঠুর হামলা' চালানো হয়েছে। রাধারমণ দাসের দাবি, 'রমেন রায়ের একমাত্র ভুল এটাই ছিল যে, তিনি চিন্ময় প্রভুকে বাঁচানোর চেষ্টা করছিলেন।' তিনি বলেন, 'একদল ইসলামপন্থী তাঁর বাড়ি ভাঙচুর করেছে।'
রাধারমণ দাসের দাবি, রমেন রায় এই হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আইসিইউতে আছেন।
গত ২৫ নভেম্বর বাংলাদেশে আধ্যাত্মিক নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়। এরপরেই বাংলাদেশে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এর আগে, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা তোলার অভিযোগ ছিল চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। এদিকে তাঁর গ্রেফতারের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয়। গত ২৭ নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু হয়।
চিন্ময় কৃষ্ণ দাস
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে। দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন চিন্ময় প্রভু। এদিকে ইসকন একটি বিবৃতি জারি করে জানায়, চিন্ময় প্রভুর ইসকনের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷
তারা এক বিবৃতি জারি করে বলে, ইসকন চিন্ময় কৃষ্ণ দাসের অধিকারকে সমর্থন করে। হিন্দুদের এবং তাদের প্রতিষ্ঠান রক্ষার দাবিকে সমর্থন করে।
বিবৃতিতে বলা হয়, 'আমরা অন্যান্য সব সনাতনী গোষ্ঠীর মতোই, হিন্দুদের নিরাপত্তার দাবিকে সমর্থন করি। বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য শান্তিপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরির আহ্বান জানাই।'