ISKCON Temple Bangladesh: ঢাকায় ইসকনের মন্দিরে আগুন, ক্ষতিগ্রস্ত লক্ষ্মী-নারায়ণের মূর্তি

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত। শনিবার ঢাকায় ইসকনের মন্দিরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসকন বাংলাদেশের তরফে জানানো হয়েছে, একজন ইসকন ভক্তের 'পারিবারিক মন্দিরে' হামলা চালানো হয়েছে। কলকাতা ইসকন জানিয়েছে, 'ইসকন নামহট্ট সেন্টার'-এ হামলার ঘটনা ঘটেছে। ঢাকার তুরাং থানার অন্তর্গত ধৌর গ্রামের ঘটনা।

Advertisement
ঢাকায় ইসকনের মন্দিরে আগুন, ক্ষতিগ্রস্ত লক্ষ্মী-নারায়ণের মূর্তিপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত।
  • শনিবার ঢাকায় ইসকনের মন্দিরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
  • ঢাকার তুরাং থানার অন্তর্গত ধৌর গ্রামের ঘটনা।

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত। শনিবার ঢাকায় ইসকনের মন্দিরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসকন বাংলাদেশের তরফে জানানো হয়েছে, একজন ইসকন ভক্তের 'পারিবারিক মন্দিরে' হামলা চালানো হয়েছে। কলকাতা ইসকন জানিয়েছে, 'ইসকন নামহট্ট সেন্টার'-এ হামলার ঘটনা ঘটেছে। ঢাকার তুরাং থানার অন্তর্গত ধৌর গ্রামের ঘটনা।

তুরাং থানার আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন, আগুন সঙ্গে সঙ্গে নেভানো হয়। তবে মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসকন কলকাতার প্রধান রাধারমণ দাস সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'বাংলাদেশে ইসকন নামহট্ট সেন্টারে আগুন লাগানো হয়েছে। লক্ষ্মী নারায়ণের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।' এই নিয়ে এক্স হ্যান্ডলে সরব হয়েছেন তিনি। 

 গত অগাস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে পতন হয়েছে হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা সরকারের পতনের পর পরই ওপার বাংলায় নোবেল শান্তি পুরস্কারজয়ী ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা বেড়েছে। সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই নতুন করে অশান্ত ওপার বাংলা।

অন্য দিকে, হাসিনা সরকারের পতনের পর সে দেশে শতাধিক দুষ্কৃতী জেল থেকে ছাড়া পেয়েছেন বলে খবর ছড়িয়েছে। যা উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোর করা হল। নিরাপত্তা বাড়াল বিএসএফ। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা যাতে কোনওভাবে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তৎপর হয়েছে বিএসএফ। মুর্শিদাবাদের রাজানগর, কাকমারী, জলঙ্গী, রানিনগর সীমান্তের জিরো পয়েন্ট অর্থাৎ লাইন অফ আ্যকচুয়াল কন্ট্রোলে শুক্রবার থেকে বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে টহলদারি ভ্যানের সংখ্যা। সীমান্ত এলাকায় বানানো হচ্ছে উঁচু ওয়াচ টাওয়ার। শুক্রবার বিএসএফের বহরমপুর সেক্টরের ডিআইজি অনিল কুমার সিনহা, জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা সীমান্ত এলাকায় পরিদর্শনে যান। মূলত সীমান্ত এলাকার চরের কৃষি জমিতে বাংলাদেশি দুর্বৃত্তদের হানা ও অনুপ্রবেশ রুখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিএসএফের বহরমপুর সেক্টরের ডিআইজি অনিল কুমার সিনহা।

Advertisement

POST A COMMENT
Advertisement