বাংলাদেশের কাছে এই বিমান বেচতে চায় পাকিস্তান যুদ্ধের সময় ভারত পাকিস্তানের যে যুদ্ধবিমান ভূপতিত করেছিল তা কিনতে চায় বাংলাদেশ। জেএফ-১৭ নামে এই যুদ্ধবিমানটি চিন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছিল। তবে ভারতের বায়ুসেনা উচিত শিক্ষা দিয়েছিল পাকিস্তানের সেই বিমানকে। এখন পাকিস্তানের কাছে কার্যত বর্জ্য সেই বিমান। আর তাই কিনতে আগ্রহ প্রকাশ করেছে মহম্মদ ইউনূসের দেশ। বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর তরফেই এই খবর সামনে আনা হয়েছে।
২০২৫ সালের মে মাস। পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। চিনের সহায়তায় তৈরি এই জেএফ-১৭ যুদ্ধবিমান দিয়ে ভারতে হামলার চেষ্টাও করেছিল শেহবাজ শরিফের দেশ। তবে ভারতের কাছে হার মানতে হয় তাদের। একের পর এক পাক-বিমানকে ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। এই যুদ্ধবিমানের জেরে সমালোচনার মুখেও পড়তে হয় পাকিস্তানকে।
তবে সেই বর্জ্য ও ব্যর্থ যুদ্ধবিমানকে এখন বাংলাদেশের কাছে বিক্রি করছে পাকিস্তান। যদিও মহম্মদ ইউনূসের দেশের কাছে পাকিস্তান দাবি করেছে, তাদের যুদ্ধবিমান ভালো পারফর্ম করেছে। মঙ্গলবার ইসলামাবাদে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু। তাঁদের মধ্যে এই বিমান বেচাকেনা সংক্রান্ত আলোচনা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশনাল সহযোগিতা জোরদার করার উপর বিশেষভাবে জোর দিয়েছে দুই দেশ। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং যুদ্ধবিমানে বরাদ্দ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। জেএফ-১৭ থান্ডার বিমান ক্রয় নিয়েও দুই দেশ আলোচনা করেছে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। সেই থেকে দুই দেশের সম্পর্ক ভালো ছিল না। তবে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার আওয়ামি লিগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশ বন্ধুত্ব বাড়াতে থাকে।