খালেদা জিয়া -- ফাইল ছবিগুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। স্বাস্থ্যজনিত একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি খালেদা। তাঁকে CCU-তে রাখা হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়বেন বলে নিজেই ঘোষণা করে দিয়েছেন খালেদা জিয়া। কিন্তু তাঁর স্বাস্থ্যের যাপরিস্থিতি, তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সংশয় দেখা দিচ্ছে।
বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী
৮০ বছর বয়সী খালেদ জিয়া অতীতেও দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী। BNP সূত্রের খবর, খালেদা গত রবিবার রাতে বুকে কষ্ট অনুভব করেন। চিকিত্সায় দেখা যায়, তাঁর বুকে সংক্রমণ হার্ট ও ফুসফুসেও ক্ষতিগ্রস্ত করেছে। BNP-র মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়ার চিকিত্সায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালে। বাংলাদেশি ডাক্তারের পাশাপাশি অন্য দেশের ডাক্তারদেরও আনা হয়েছে সেই বোর্ডে।
খালেদা জিয়ার মূল চিকিত্সা চলছে হার্ট ও ফুসফুসের
বিএনপি-র মিডিয়া সেল-এর সদস্য সাইরুল কবীর খানের কথায়, 'খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সক ও বিএনপি-র নীতি নির্ধারক মিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন, খালেদা জিয়ার মূল চিকিত্সা চলছে হার্ট ও ফুসফুসের।' খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করার জন্য বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছে বিএনি। প্রতি শুক্রবার জুম্মার নমাজে খালেদা জিয়ার আরোগ্য প্রার্থনার আর্জি জানানো হয়েছে দলের তরফে।
নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত
বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বস্তুত, খালেদা জিয়ার হার্টে আগেই স্টেন্ট বসানো হয়েছিল। বুকে পেসমেকারও রয়েছে। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার শুধু হার্ট ও ফুসফুসেই সমস্যা নেই।লিভার, কিডনিও খুব ভাল অবস্থায় নেই। পাশাপাশি ডায়াবেটিস, আর্থরাইটিস রয়েছে। চোখেও সমস্যা রয়েছে। দৃষ্টিশক্তি ভাল নয়।
খালেদার পুত্র তারেক রহমান লন্ডনে থাকেন। ২০০৮ সাল থেকেই তিনি সেখানকার বাসিন্দা। আরেক পুত্র আরাফাত রহমানের চলতি বছরেই অকালে মৃত্যু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পরে আগামী নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি-কেই বাজি ধরা হচ্ছে। জামাত ই ইসলামিদের বিপক্ষে বিএনপি-ই মূল শক্তি হিসেবে উঠে এসেছে। আওয়ামী লিগকে তো এই ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। লন্ডনে ৪ মাস হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা। চলতি বছরের মে মাসে তিনি বাংলাদেশে ফিরে আসেন।