scorecardresearch
 

Lightning: পদ্মাপাড়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রপাতে একসঙ্গে ১৭ বরযাত্রীর মৃত্যু

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ের একটি টিনের ঘরে বজ্রপাতে একসঙ্গে ১৭ জন বরযাত্রীর মৃত্যু হল। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। বুধবার (৪ অগাস্ট) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চর পাঁকা ইউনিয়নের চর পাঁকা এলাকার আলিনগর ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Advertisement
একসঙ্গে প্রাণ গেল ১৭ জন বরযাত্রীর একসঙ্গে প্রাণ গেল ১৭ জন বরযাত্রীর
হাইলাইটস
  • বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা
  • একসঙ্গে প্রাণ গেল ১৭ জন বরযাত্রীর
  • ১৪ জন বরযাত্রীর আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার  শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ের একটি টিনের ঘরে বজ্রপাতে একসঙ্গে  ১৭ জন বরযাত্রীর মৃত্যু হল। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। বুধবার (৪ অগাস্ট) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চর পাঁকা ইউনিয়নের চর পাঁকা এলাকার আলিনগর ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলার  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাকিব আল রাব্বি জানান, ‘দেহগুলো উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

 

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে বরপক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে নৌকাযোগে কনের বাড়িতে যাচ্ছিল। সেই সময় বৃষ্টি শুরু হলে নদীর পাড়ের একটি টিনের চালার নীচে আশ্রয় নেন তারা। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭  জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২  জন পুরুষ ও ৫ জন মহিলা। আলীনগর ঘাট থেকে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বরপক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে কনের বাড়িতে নৌকাযোগে যাচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মেহেরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত ১৭ জনের দেহ উদ্ধার করেছি। ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন ৪০ জন বরযাত্রী। বজ্রাঘাতে ঘটনাস্থলেই ১7 জনের মৃত্যু হয়। অন্যরা সুস্থ আছেন বলে স্বজনরা আমাদের জানিয়েছেন।’ চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ ছাবের আলী প্রামাণিক  বলেন, ‘৪০ জন  বরযাত্রী ছিলেন। ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন সুস্থ আছেন। কেউ নিখোঁজ নেই।’

Advertisement

 

Advertisement