Mainul Ahsan Noble: আবার নোবেল, এবার মাতাল হয়ে ড্রাইভারকে মারধর, এই তো সেদিন জেল খাটলেন

Bangladeshi Singer Noble News: বাংলাদেশের 'নোবেলম্যান' ওপার বাংলার পাশাপাশি, এবার বাংলাতেও দারুণ জনপ্রিয়। গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা'-এ অংশগ্রহণ করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন শিল্পী।

Advertisement
আবার নোবেল, এবার মাতাল হয়ে ড্রাইভারকে মারধর, এই তো সেদিন জেল খাটলেনমইনুল আহসান নোবেল (ছবি: ফেসবুক)

ধর্ষণ মামলা, জেল হেফাজত, কারাগারের মধ্যেই বিয়ে ইত্যাদি ঘটনার এক মাস কাটতে না কাটতেই, ফের শিরোনামে মইনুল আহসান নোবেল। এবারে নতুন কীর্তি করে বিপাকে পড়লেন দুই বাংলার এই 'বিতর্কিত' গায়ক। মধ্য রাতে মদ্যপ অবস্থায় গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় বলেই খবর। ঠিক কী ঘটেছে? 

বাংলাদেশের 'নোবেলম্যান' ওপার বাংলার পাশাপাশি, এবার বাংলাতেও দারুণ জনপ্রিয়। গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা'-এ অংশগ্রহণ করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন শিল্পী। নিত্যনতুন বিতর্কে নাম জড়ায় গায়কের। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শনিবার মাঝরাতে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে মদ্যপ অবস্থায় অ্যাপক্যাব চালককে মারধর করায় নোবেলকে আটক করেছে পুলিশ। গায়ককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশ।

জানা যাচ্ছে, কল্যানপুর থেকে হাবুলের পুকুরপাড় এলাকায় যাচ্ছিলেন নোবেল। সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। চালক আকবর হোসেন তাঁকে গাড়ি থেকে নামার জন্য জোর করতেই, নোবেল গালাগালি দেওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, মদ্যপ অবস্থায় গাড়িচালককে মারধর করেন তিনি। এরপরেই চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করেন ওই চালক। এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। যদিও, এখনও কোনও মামলা দায়ের করা হয়নি। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় শিল্পীকে। তাঁর বক্তব্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, মাদক, বিতর্কিত মন্তব্য ইত্যাদি বহু কারণে নোবেল আলোচিত। তাঁর গানের থেকে মুখ ফিরিয়েছেন বহু  শ্রোতা। মাস কয়েক আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন। বলেছিলেন, সব ভুল শুধরে নেবেন। কিন্তু বাস্তব চিত্রটা একেবারে উল্টো। গত মে মাসে, অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে নোবলেকে গ্রেফতার করে স্থানীয় ডেমরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ধর্ষণ করে সেই ভিডিও রেকর্ডিং করে, ছড়িয়ে দেন তিনি। এর পর সাত মাস সেই মহিলাকে জোর করে নিজের কাছে আটকে রাখেন বলেও অভিযোগ। 

Advertisement

নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। সংশোধনাগারে ছিলেন গায়ক। এরপর বাংলাদেশের আদালতের নির্দেশ মেনে তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলার সেই অভিযোগকারিণীর সঙ্গেই কারাগারের প্রধান ফটকে বিয়ে সারেন তিনি। নোবেল ও সেই মহিলা ছাড়াও দু'জনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

প্রসঙ্গত, এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন নোবেল। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ত্রিপুরা পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শিল্পী নিজে না মানলেও, শোনা যায় এর আগেও তিনবার বিয়ে করেছেন তিনি। বহু অশান্তি- ঝামেলার পর তৃতীয় স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। সালসাবিল নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন। 

 

POST A COMMENT
Advertisement