চাম্বায় হিন্দু রীতি মেনে বিয়ে মনু ও মাহজবিনেরবাংলাদেশি এক মহিলাকে বিয়ে করেছেন হিমাচল প্রদেশের চাম্বা জেলার সালুনির বাসিন্দা এক যুবককে। ওই যুবকও বাংলাদেশি মহিলার প্রেমে পড়েন। প্রথম সাক্ষাতের পরই তারা কথা বলতে শুরু করেন, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়।
একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছেন
অবশেষে, তারা একসঙ্গে জীবন কাটানোর প্রতিজ্ঞা করে গাঁটছড়া বাঁধলেন। হিমাচল প্রদেশের সালুনি মহকুমার দান্দ গ্রাম পঞ্চায়েতের চাখোতারের বাসিন্দা মনু কুমার সূর্যবংশী ওরফে খেম রাজ এবং বাংলাদেশের ঢাকার বাসিন্দা মাহজাবিন বিয়ে করলেন।
চাম্বায় হিন্দু রীতি মেনে বিয়ের অনুষ্ঠান
জেলা সদর চাম্বায় পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে হিন্দু রীতিনীতি মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। মনুর বাবা এবং বড় ভাই সহ পরিবারের সদস্যরা মনুর বাংলাদেশী কনেকে নিয়ে আনন্দ প্রকাশ করেন এবং দম্পতিকে আশীর্বাদ করেন।
মনু সূর্যবংশীর বাবা খাজানু বলেছেন যে পুত্রবধূ তাঁর নিজের মেয়ের মতো, তাই তাঁকে বাড়িতে পূর্ণ সম্মান, মর্যাদা এবং ভালোবাসা দেওয়া হবে, তাই সে কখনই তাঁর প্রিয়জনদের থেকে দূরে থাকার মতো অনুভব করবে না।
মেয়েটির সঙ্গে দেখা কীভাবে হলো?
মনু বলল যে সে গত দশ বছর ধরে দিল্লিতে বাস করছে, যেখানে তার নিজস্ব হোটেল আছে। মাহজাবিন ব্যবসার কাজে বাংলাদেশ থেকে দিল্লিতে এসেছিল। সেই সময় তাদের দেখা হয়েছিল। তারা কথা বলতে শুরু করে, ঘনিষ্ঠ হয় এবং প্রেমে পড়ে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
চাম্বায় এই বাংলাদেশি কনে এবং এক ভারতীয় যুবকের বিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চাম্বায়, সালুনি তহসিলে একে অপরের গলায় মালা পরিয়ে বিয়ে করেন বর ও কনে। চাম্বার চৌগান মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছেলেটির বাবা এবং ভাই ছাড়াও অন্যান্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
জানা যাচ্ছে, যুবকটি দিল্লিতে একটি হোটেলের মালিক। বাংলাদেশি মহিলা ওই হোটেলে এসেছিল। তিন মাস ধরে একটানা দেখা করার পর তারা একে অপরের প্রেমে পড়ে এবং চাম্বায় এসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।