বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনূস ফের ভারতকে লক্ষ্য করে কড়া মন্তব্য করলেন। নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ঘিরে ভারত অস্বস্তি বোধ করছে এবং এর জেরেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে।
ইউনূস বলেন, 'ভারতের সাথে আমাদের এই মুহূর্তে কিছু সমস্যা আছে। বাংলাদেশের ছাত্ররা যা করছে, তা ভারত পছন্দ করতে পারছে না। তাছাড়া, তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্যাগুলি তৈরি করেছিলেন এবং তাঁর সময়ে বহু তরুণ হত্যার পরিকল্পনা করেছিলেন। এ কারণেই ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে।'
তিনি আরও দাবি করেন, ভারত থেকে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হয়েছে । আন্দোলনকে ইসলামি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। ছাত্রদের ‘তালিবান’ বলা হচ্ছে, এমনকি তাঁকেও তালিবান আখ্যা দেওয়া হচ্ছে। ইউনূস বলেন, 'আমার দাড়ি নেই, আমি বাড়িতে থাকি, তবুও আমার বিরুদ্ধে এই প্রচার চলছে। তাই আমাকে সামনে এসে নিজের পরিচয় স্পষ্ট করতে হয়েছে।'
রাষ্ট্রসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছে ইউনূস। তিনি জানান, বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভিন্নভাবে দেখিয়ে রাজনৈতিকভাবে উত্তেজনা বাড়ানো হচ্ছে। আর এর কেন্দ্রেই রয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন টানাপোড়েন।