Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজো শান্তিতে মিটবে তো? আজ থেকেই ২ লাখ বাহিনী নিরাপত্তায়

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে এবার শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন পুজোমণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসবর প্রস্তুতি। ঘরে ঘরে উৎসবের আমেজ। পাড়া-মহল্লায় পুজোমন্ডপ সাজ-সজ্জায় তরুণ-তরুণীরা। এদিকে অতীত থেকে শিক্ষা নিয়ে দুর্গাপুজোয় হিংসা এড়াতে এবার আগেভাগে মাঠে নামল বাংলাদেশের ইউনুস প্রশাসন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, পুজোয় এবার কোনওরকম অশান্তি রুখতে ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তায় থাকবেন।

Advertisement
বাংলাদেশে দুর্গাপুজো শান্তিতে মিটবে তো? আজ থেকেই ২ লাখ বাহিনী নিরাপত্তায় Bangladesh Durga Puja

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে এবার শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন পুজোমণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসবর প্রস্তুতি।  ঘরে ঘরে উৎসবের আমেজ। পাড়া-মহল্লায় পুজোমন্ডপ সাজ-সজ্জায় তরুণ-তরুণীরা। এদিকে অতীত থেকে শিক্ষা নিয়ে  দুর্গাপুজোয়  হিংসা এড়াতে এবার আগেভাগে মাঠে নামল বাংলাদেশের ইউনুস প্রশাসন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, পুজোয় এবার কোনওরকম অশান্তি রুখতে ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তায় থাকবেন।

আজ থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন সারা দেশের পুজো মণ্ডপগুলিতে মোতায়েন থাকবেন দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য। এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন সারা দেশের ৩১ হাজার ৫৭৬টি পুজো মণ্ডপে মোতায়েন থাকবেন এই সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রকের  নির্দেশ অনুযায়ী এই  নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে ইতিমধ্যে মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও সদস্যকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোকে ঝুঁকির ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিমও মোতায়েন থাকবে, যাঁরা নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি যেকোনও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

বাংলাদেশ পুজো  উদযাপন পরিষদের তথ্য মতে, গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয়া দুর্গাপুজা হয়েছিল। তার মধ্যে, ঢাকা মহানগর এলাকায় গত বছর দুর্গাপুজো  হয়েছিল ২৫২টি মণ্ডপ ও মন্দিরে। বাংলাদেশ পুজো উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর  সংবাদমাধ্যমকে জানান, চলতি বছর বাংলাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজো  আয়োজনের প্রস্তুতি চলছে। এর মধ্যে ঢাকা মহানগরীর ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজো  আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুজা সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পুজো উদযাপন পরিষদের নেতারা। এ বারের পুজোর সময়ে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে থাকবেন। যাওয়ার আগে তিনি রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে কমিটির কর্মকর্তাদের আশ্বাস দিয়ে গিয়েছেন যে প্রশাসন সব সময়ে তাঁদের পাশে থাকবে।

Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জানান,'এ বছর দুর্গাপুজোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ বারের পুজো নির্বিঘ্নে হবে। কোথাও সে রকম কোনও ঝুঁকি নেই।' এর পরেও দুর্গাপুজো সামনে রেখে দেশের ২৯ জেলাকে 'ঝুঁকিপ্রবণ' চিহ্নিত করেছে নাগরিক সমাজকে নিয়ে নবগঠিত মঞ্চ 'সম্প্রীতি যাত্রা'। ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালি-এই পাঁচটি জেলাকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' বলে উল্লেখ করা হয়েছে।

POST A COMMENT
Advertisement