Osman Hadi: হাদিকে খুন করেছে ইউনূসের লোকেরাই, বিস্ফোরক দাবি খোদ তাঁর ভাইয়ের

বিস্ফোরক দাবি করলেন ওসমান হাদির ভাই শরীফ ওমার হাদি। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ইউনূস সকারের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী দল আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Advertisement
হাদিকে খুন করেছে ইউনূসের লোকেরাই, বিস্ফোরক দাবি খোদ তাঁর ভাইয়েরওসমান হাদির ভাই
হাইলাইটস
  • বিস্ফোরক দাবি করলেন ওসমান হাদির ভাই শরীফ ওমার হাদি।
  • ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানে ওমার হাদি ইউনূস সরকারকে নিশানা করেন হাদির ভাই।
  • ভাই চেয়েছিলেন ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হোক।

ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্ত বাংলাদেশ। মৃত্যুর ৫ দিন পরেও থমথমে ঢাকা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে বাংলাদেশের একাধিক এলাকা। বহু স্থানেই পর পর খুন জখমের ঘটনা সামনে আসছে। এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন ওসমান হাদির ভাই শরীফ ওমার হাদি। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ইউনূস সকারের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী দল আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। dailystar.net-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ওপার বাংলার সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানে ওমার হাদি ইউনূস সরকারকে নিশানা করে বলেন, "তোমরাই ওসমান হাদিকে খুন করেছ। আর এখন এই ইস্যুটা ব্যবহার করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে।" 

পাশাপাশি ওমার হাদি বলেন, ভাই চেয়েছিলেন ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হোক। সরকারের কাছে তিনি আর্জি জানান, নির্বাচনে যাতে কোনও ভাবে বিঘ্ন না ঘটানো হয়।

ডেইলি স্টারের রিপোর্টে দাবি, মঞ্চ থেকে ওমার হাদি বলেন "খুনিদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। কিন্তু এতে বাংলাদেশের নির্বাচনে যেন কোনও প্রভাব না পড়ে। কিন্তু সরকার এখনও এই তদন্তে কোনও অগ্রগতি দেখাতে পারছে না। মনে রাখবেন, যদি ন্যায় বিচার না দেওয়া হয়, তবে আপনাদেরকেও একদিন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে।" 

ওমার হাদি দাবি করেছেন, কোনও 'বিদেশি প্রভু' বা এজেন্সির সামনে হাদি মাথা নত করেনি, সেই কারণেই তাকে মরতে হল।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাত ১১:৫৫ মিনিটে ভারত বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অশান্ত রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই একাধিক সংখ্যালঘু যুবক খুন হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কিত বাংলাদেশের সাধারণ জনগণ।

POST A COMMENT
Advertisement