Bangladesh Map Controversy: ইউনূস কি পাক জেনারেলকে দেওয়া মানচিত্রে ভারতের উত্তর-পূর্বকে বাংলাদেশের অংশ দেখালেন?

আবার বেয়াদপি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের। এ বার তিনি আসাম সহ উত্তর-পূর্ব ভারতের একটা বিস্তির্ণ অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসাবে দেখালেন। সেই ম্যাপ তুলে দিলেন পাকিস্তানের জেনারেলের হাতে। আর এই ঘটনা ঘিরেই আবার নতুন করে শুরু হয়ে গেল দিল্লি-ঢাকা চাপানউতোর।

Advertisement
ইউনূস কি পাক জেনারেলকে দেওয়া মানচিত্রে ভারতের উত্তর-পূর্বকে বাংলাদেশের অংশ দেখালেন?উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশে জুড়লেন ইউনূস
হাইলাইটস
  • আবার বেয়াদপি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের
  • এ বার তিনি আসাম সহ উত্তরপূর্ব ভারতের একটা বিস্তির্ণ অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসাবে দেখালেন
  • সেই ম্যাপ তুলে দিলেন পাকিস্তানের জেনারেলের হাতে

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের নতুন কীর্তি। এ বার তিনি বাংলাদেশের একটি বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দিলেন বলে অভিযোগ। আর সেই ম্যাপে আসাম সহ উত্তর-পূর্ব ভারতের একটা বিস্তির্ণ অঞ্চলকে বাংলাদেশের অংশ বলে কি দেখাতে চাইলেন তিনি? এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিশেষজ্ঞ মহলে। এই ঘটনা ঘিরেই আবার নতুন করে শুরু হয়ে গিয়েছে দিল্লি-ঢাকা চাপানউতোর।

আসলে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারপার্সন জেনারেল শামশাদ মির্জা ঢাকা সফরে গিয়েছেন। ইউনূসের সঙ্গে দেখা করার লক্ষ্যেই তাঁর এই বাংলাদেশ সফর। আর তাঁর সঙ্গে দেখা করার সময়ই একটি বিতর্কিত ম্যাপ হাতে তুলে দেন ইউনূস বলে অভিযোগ।

বিরোধীরা সরব

ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই প্রসঙ্গে এক্স-এ পোস্ট করেছেন কংগ্রেসের লোকসভা সাংসদ প্রদ্যুত বোরদোলোই। তিনি লেখেন, 'উত্তরপূর্ব ভারতকে বাংলাদেশের অংশ হিসাবে দেখিয়ে একটি নতুন মানচিত্রের আকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করার জন্য সরকার কেন বাংলাদেশ এবং তাদের নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে না? এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা কেন এই বিষয়ে স্পষ্ট নীরবতা পালন করছেন?' এক্স-এ পোস্ট করেছেন কংগ্রেসের লোকসভা সাংসদ প্রদ্যুত বোরদোলোই।

পাক জেনারেলের সঙ্গে দেখা করলেন ইউনূস

আসলে মুক্তিযুদ্ধের পর থেকেই পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল বাংলাদেশের। তবে সেই সব তিক্ততা এখন অতীত। বরং জুলাই অভ্যুত্থানের পর থেকেই দুই দেশের সম্পর্কে উষ্ণতা বাড়ছে। ইসলামাবাদকে আরও কাছে টেনে নিচ্ছে ঢাকা।

আর সেই কাজ যে ঠিকঠাক এগচ্ছে, সেটা প্রমাণ করতে আরও একবার এগিয়ে এলেন ইউনূস। তিনি দেখা করলেন পাকিস্তানি জেনারেলের সঙ্গে। এই সাক্ষাতের সময়ই 'আর্ট অব ট্রিউম্ফ' নামক একটি বই পাক জেনারেলের হাতে তুলে দেন ইউনূস। আর সেই বইতেই বাংলাদেশের একটি বিকৃত ম্যাপ রয়েছে বলে অভিযোগ।

এই ম্যাপে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ বলে দেখানো হয়েছে বলে অভিযোগ। এই ম্যাপটিকেই আসলে 'গ্রেটার বাংলাদেশ' বলে মনে করেন সেই দেশের উগ্র ইসলামপন্থীরা। যদিও এতদিন সেই নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি। কিন্তু মহম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরই আবার সামনে আনলেই বলেই অভিযোগ। আর শুধু সামনে আনলেন না। পাক জেনারেরেল হাতে সেই ম্যাপ তুলে দিলেন ইউনূস। আর এই খবর সামনে আসার পরই নয়াদিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব আরও কিছুটা বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

ভারতের বিদেশ মন্ত্রক কোনও মন্তব্য করেনি

ইতিমধ্যেই বাংলাদেশের এই ম্যাপ নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। যদিও ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে এখনও কোনও কথা বলেনি। তাই সেই দিকেও নজর রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি

ছাত্র আন্দোলনের উপর ভর করে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়েছে। রোজই তিক্ততা বৃদ্ধির খবর আসছে। আর সেই লিস্টেই শেষ সংযোজন নতুন ম্যাপ। এখন দেখার ভারত কীভাবে এর উত্তর দেয়।

 

POST A COMMENT
Advertisement