Bangladesh: ঢাকার আর্মি স্টেডিয়ামে ফ্রি-তে কনসার্ট পাক গায়কের, করমুক্ত করল ইউনূসের সরকার

বাংলাদেশে কোটা আন্দোলনে আহত ও নিহত পড়ুয়াদের সাহায্যের জন্য অর্থসংগ্রহ করা হচ্ছে। ইকোস অব রেভল্যুশন কনসার্টের টিকিট বিক্রি থেকে কোনও অর্থ না নেওয়ার কথা ঘোষণা করেছে আয়োজক সংস্থা।

Advertisement
ঢাকার আর্মি স্টেডিয়ামে ফ্রি-তে কনসার্ট পাক গায়কের, করমুক্ত করল ইউনূসের সরকাররাহাত ফতেহ আলি খান
হাইলাইটস
  • শেখ হাসিনা সরকারের জমানায় ইসলামাবাদের সঙ্গে দূরত্বের নীতি রেখেই চলছিল ঢাকা।
  • ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর বেড়েছে ভারত বিরোধিতা।

মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবেই কি পাকিস্তানের কাছাকাছি আসতে চাইছে? এবার ঢাকায় গাইতে যাচ্ছেন পাক গায়ক রাহাত ফতেহ আলি খান। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে শনিবার তাঁর ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টটি হবে। আসল খবর হল, এই কনসার্টের টিকিট ও ভেন্যুর ওপর সব ধরনের ভ্যাট ও শুল্ক ছাড় দিয়েছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। 

বাংলাদেশে কোটা আন্দোলনে আহত ও নিহত পড়ুয়াদের সাহায্যের জন্য অর্থসংগ্রহ করা হচ্ছে। ইকোস অব রেভল্যুশন কনসার্টের টিকিট বিক্রি থেকে কোনও অর্থ না নেওয়ার কথা ঘোষণা করেছে আয়োজক সংস্থা। শোনা যাচ্ছে গায়ক রাহাত ফতেহ আলি খান ও তাঁর দল বিনা পারিশ্রমিকেই পারফর্ম করবেন। টিকিট বিক্রির পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাহাত ফতেহ আলি খানের ভিডিওবার্তা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস। ওই ভিডিওয় রাহাত  বলছেন,'জুলাই আন্দোলনে নিহত ও আহত পড়ুয়াদের পরিবারের জন্য তহবিল সংগ্রহ করা হবে। সেই অর্থ ওই পরিবারগুলির কল্যাণে ব্যয় করা হবে। বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্ব জিন্দাবাদ'।

শেখ হাসিনা সরকারের জমানায় ইসলামাবাদের সঙ্গে দূরত্বের নীতি রেখেই চলছিল ঢাকা। ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর বেড়েছে ভারত বিরোধিতা। উল্টো দিকে পাকিস্তানের কাছাকাছি আসতে চাই ঢাকা। মত কূটনৈতিক মহলের একাংশের। 

POST A COMMENT
Advertisement