Bangladesh Election: বাংলাদেশে ভোট কবে? ৫ অগাস্টের আগেই দিন ঘোষণা করতে পারেন ইউনূস

আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা ড.মহম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে তিনি একথা জানিয়েছেন। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন– তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটি। দেশে যে অরাজকতা, এর একমাত্র সমাধান নির্বাচন– তা সরকার বুঝতে পেরেছে।’

Advertisement
বাংলাদেশে ভোট  কবে? ৫ অগাস্টের আগেই দিন ঘোষণা করতে পারেন ইউনূস আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা ড.মহম্মদ ইউনূস

আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা ড.মহম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে তিনি একথা জানিয়েছেন। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন– তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটি। দেশে যে অরাজকতা, এর একমাত্র সমাধান নির্বাচন– তা সরকার বুঝতে পেরেছে।’

বাংলাদেশে রক্তাক্ত গণবিক্ষোভের পর ক্ষমতায় এসেছিলেন ইউনূস। গতবছর জুলাই-অগাস্ট মাস জুড়ে বাংলাদেশছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরোধী আন্দোলনে রক্তাক্ত। বিক্ষোভকাপীদের চাপের মুখে দেশত্যাগ করেন হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কার্যকালেরও এক বছর হতে চলেছে  বাংলাদেশে। শনিবার  দেশের নির্বাচনসহ সমসাময়িক বেশ কিছু ইস্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা।

ইউনূস এই বৈঠকে বলেন, 'যখনই আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, তখনই একের পর এক ষড়যন্ত্র সামনে আসছে। এসব করে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। কিন্তু বাস্তবতা হলো— কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের পথকে থামিয়ে রাখতে পারবে না।' তিনি আরও বলেন, 'এই মুহূর্তে যদি সকল গণতান্ত্রিক শক্তি অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে না আসে, তবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুবর্ণ সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে।' তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, 'আমরা প্রত্যাশা করি, সকল রাজনৈতিক দল একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের পাশে থাকবে।'

এদিকে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্তত তিনটি দলের প্রতিনিধি বলেছেন, সরকারপ্রধান চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করবেন। দুটি দল বলেছে, ড. ইউনূস তিন-চার দিনের মধ্যে ঘোষণা করবেন। আরেকটি দল বলেছে, ৫ অগাস্টের আগেই ঘোষণা করবে  সরকার।  যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রেস উইং এসব বক্তব্যকে গ্রহণ বা প্রত্যাখ্যান করেনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement