মোদীকে স্মরণ করালেন! মাছ ধরে-সেলাই করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আটপৌরে হাসিনা

এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর দুটি ছবি। যেখানে একটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে দেখা যাচ্ছে আটপৌরে বাঙালি নারীর বেশে সেলাই মেশিন চালাচ্ছেন। আরেকটি ছবিতে মাছ শিকারের পর বড়শি হাতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের প্রধান। অন্য মেজাজে প্রধানমন্ত্রীর এই দুই ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

Advertisement
মোদীকে স্মরণ করালেন!সোশ্যালে ভাইরাল আটপৌরে হাসিনাসোশ্যাল মিডিয়ায় মোদীর মতোই ভাইরাল হলেন হাসিনা
হাইলাইটস
  • তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন দীর্ঘদিন ধরে
  • তবে এর মাঝেই সাধারণ জীবন যাপনে আভ্যস্ত হাসিনা
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে পাওয়া গেল অন্য হাসিনাকে

গত আগস্ট মাসে নিজের প্রাত্যহিক জীবনের কিছু অপররিচিত ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসভবনে অন্য মেজাজে থাকা মোদীকে সেখানে দেখা গেছে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন মূয়রকে। কখনও গেরুয়া রঙের টি-শার্ট ও ট্র্যাকস্যুটে তিনি প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন।কখনও তিনি ফতুয়া-ধুতি পরে দোলনায় বসে মন দিয়ে ফাইল পড়ছেন। সেই সময় নেটিজেনদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ছবিগুলি। তা নিয়ে অবশ্য মুগ্ধতা ও কটাক্ষ দুই ছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর দুটি ছবি। যেখানে একটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে দেখা যাচ্ছে আটপৌরে বাঙালি নারীর বেশে সেলাই মেশিন চালাচ্ছেন। আরেকটি ছবিতে মাছ শিকারের পর বড়শি হাতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের প্রধান। অন্য মেজাজে প্রধানমন্ত্রীর এই দুই ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

শেখ হাসিনা
শেখ হাসিনা

করোনাকালে আর সবার মতই  প্রাত্যহিক জীবনে পরিবর্তন  এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত সেপ্টেম্বরে সংসদে প্রশ্নোত্তর পর্বে সেকথা নিজেই জানিয়েছিলেন হাসিনা। তিনি যে এখন নিয়মিত  হাঁটাহাঁটির পাশাপাশি কাজের ফাঁকে গণভবনের লেকে বড়শি ফেলে মাছ ধরেন সেকথা গোপন করেননি। হাসিনা  রান্নাবান্নাও যে করেন তাও প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাধারণ জীবনের আরও দুটি ছবি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দুটি ছবি পোস্ট করেন। এরপরেই লেকের পাড়ে প্রধানমন্ত্রীর মাছ ধরা এবং তার সেলাই মেশিন চালানোর ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

শেখ হাসিনা
শেখ হাসিনা

ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’ ওই পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন।  ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’ এরপরেই আওয়ামী লিগের শীর্ষস্থানীয় নেতারা নিজেদের ফেইসবুকে ছবিগুলো শেয়ার করে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেন।

Advertisement

আওয়ামী লিগের অফিসিয়াল ফেইসবুক পেইজেও ছবি দুটো শেয়ার করা হয়েছে। ওই পোস্ট শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বহু নেটিজেনও। এর আগে এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি নিজের চা নিজে করেই খান। ঘরে পরিচারক–পরিচারিকা থাকলেও জল দেওয়ার জন্য তিনি কাউকে নির্দেশ দেন না। চা আর জল নিজেই নিয়ে খান। এবার অবসর সময়ে তাঁর আরও দুটি পছন্দের ব্যাপার জানা গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

 

POST A COMMENT
Advertisement