বাংলাদেশী অভিনেত্রী নুসরত ফারিয়াকে গ্রেফতার করল ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশের পাশাপাশি নুসরত এই বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। অভিনয় করেছেন জিৎ-অঙ্কুশদের সঙ্গেও। নায়িকা শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক মুজিব: দ্য মেকিং অফ আ নেশন-এ। নুসরতকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ঢাকার ভাটারা পুলিশ থানায় দায়ের করা এক মামলায় নুসরতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
রবিবার থাইল্যান্ডে যাওয়ার সময়ই বিমানবন্দর থেকে ঢাকাই নায়িকাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। জানা গিয়েছে, নুসরত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁর ওপর খুনের অভিযোগ ওঠে। সূত্র অনুযায়ী, নায়িকাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এরপর তাঁকে বিমানবন্দর থেকে ভাটারা পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ বিদ্রোহের পর পরই গণহারে মামলা দায়ের করা হয়েছিল। সূত্রের খবর, শুধুমাত্র ঢাকায় প্রায় ২৫০০ মামলা দায়ের করা হয়েছিল।
বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গ্রেফতারের পর নুসরতকে থানায় আনা হলেও পরে তাঁকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে তদন্ত চলছে। সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা একাধিক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত করা হয় ঢাকাই ছবির অভিনেত্রী নায়িকা নুসরত ফারিয়াকে।
বাংলাদেশ ও টলিউড দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় নুসরত। ২০১৫ সালে সিনেমায় অভিনয় শুরু করেন নুসরত। বাংলাদেশের পাশাপাশি বাংলা সিনেমাতেও নুসরত অভিনয় শুরু করেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নুসরত মিউজিক ভিডিওতে গানও করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নুসরত।