Sheikh Hasina: বাংলাদেশে আওয়ামী লিগের 'কামব্যাক'? এবার হিংসাত্মক বিক্ষোভের হুঁশিয়ারি হাসিনা-পুত্রের

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক সতর্কবার্তা দিয়েছেন। রবিবার তিনি সংবাদসংস্থা রয়টার্স কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকালে বলেছেন, 'তাঁর দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভে অংশগ্রহণ করবে। যা হিংসার রূপ নিতে পারে।'

Advertisement
বাংলাদেশে আওয়ামী লিগের 'কামব্যাক'? এবার হিংসাত্মক বিক্ষোভের হুঁশিয়ারি হাসিনা-পুত্রেরশেখ হাসিনার পুত্র সজীব।-কোলাজ
হাইলাইটস
  • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এক সতর্কবার্তা দিয়েছেন।
  • রবিবার তিনি সংবাদসংস্থা রয়টার্স কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকালে বলেছেন, 'তাঁর দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভে অংশগ্রহণ করবে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক সতর্কবার্তা দিয়েছেন। রবিবার তিনি সংবাদসংস্থা রয়টার্স কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকালে বলেছেন, 'তাঁর দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভে অংশগ্রহণ করবে। যা হিংসার রূপ নিতে পারে।'

সাক্ষাৎকারে ওয়াজেদ বলেন, 'আমরা জানি রায় কী হতে চলেছে। এটি টেলিভিশনে প্রচার করা হচ্ছে। তারা আমার মাকে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন, এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।'

আদালত আগামী মাসে ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর দমন-পীড়নের জন্য শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। বর্তমানে ৭৮ বছর বয়সী হাসিনা এই অভিযোগ অস্বীকার করেছেন। এবং দাবি করেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৪ সালের অগাস্টে বাংলাদেশ থেকে চলে আসেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে আছেন। সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ভারত তাঁর মাকে নিরাপদে রাখছে এবং রাষ্ট্রপ্রধানের মতো আচরণ করছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি হিংসার রূপ নিতে পারে। ওয়াজেদের সতর্কবার্তা দেশের রাজনৈতিক ভবিষ্যতকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।

 

POST A COMMENT
Advertisement