scorecardresearch
 

Bangladesh Elections: বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন রেকর্ড আওয়ামী লিগের, পঞ্চমবার প্রধানমন্ত্রী হাসিনা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার যে ফের একবার আওয়ামী লিগ জিতবে তাতে কোনও সন্দেহ ছিল না। তবে ব্যবধান কত হয় তাই নিয়েই ছিল আলোচনা। রবিবারই ভোট অনুষ্ঠিত হয়েছে প্রতিবেশী দেশটিতে। আর ফল প্রকাশ হতেই দেখা গেল, বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লিগ। দেশের মোট আসলেনর দুই তৃতীয়াংশতেই জয় পেয়েছে হাসিনার দল।

Advertisement
বাংলাদেশে ফের হাসিনা রাজ বাংলাদেশে ফের হাসিনা রাজ


বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার যে ফের একবার আওয়ামী লিগ জিতবে তাতে কোনও সন্দেহ ছিল না। তবে ব্যবধান কত হয় তাই নিয়েই ছিল আলোচনা। রবিবারই ভোট অনুষ্ঠিত হয়েছে প্রতিবেশী দেশটিতে। আর ফল প্রকাশ হতেই দেখা গেল, বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লিগ। দেশের মোট আসলেনর দুই তৃতীয়াংশতেই জয় পেয়েছে হাসিনার দল।

টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লিগ। রবিবার ২৯৯ আসনে ভোট হয়। এর মধ্যে ২২২টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লিগের প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লিগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল বাম্পার জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন। একই সঙ্গে, এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে  সামগ্রিক ভাবে তাঁর পঞ্চম মেয়াদ।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন
বিক্ষিপ্ত  হিংসা  এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ভোট বয়কটের মধ্য দিয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনা রবিবার গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদে পুনঃনির্বাচিত হয়েছেন। ৭৬ বছর বয়সী হাসিনা ২,৪৯,৯৬৫ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর মাত্র ৪৬৯ ভোট পেয়েছেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন। ১৯৮৬ সাল থেকে  অষ্টমবারের মতো গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হয়েছেন হাসিনা।

ভোট গণনা শুরু হতেই শেখ হাসিনার দলের জয়  নিশ্চিত
প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্রদের বিক্ষিপ্ত হিংসা  ও বয়কটের মধ্যে রবিবার সন্ধ্যায় বাংলাদেশে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এর সঙ্গে ভোট গণনাও শুরু হয়। বিরোধী দল নির্বাচন বর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পথ পরিষ্কার হয়ে যায়।

Advertisement

 স্বতন্ত্র প্রার্থীদের চমক
এই নির্বাচনে ৬২টি আসনে জয়ী হয়ে নতুন চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন ১১ আসনে। জয়ের সংখ্যা হিসাব করলে আওয়ামী লিগের পর স্বতন্ত্রদের অবস্থান। জাতীয় পার্টি তৃতীয় অবস্থানে রয়েছে। তবে দলগতভাবে বিবেচনায় জাতীয় পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে।এ ছাড়া জাসদের মশালের একজন, কল্যাণ পার্টির একজন প্রার্থী জয়ী হয়েছেন।

ভোট পড়েছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি 
রবিবার বাংলাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে সামগ্রিকভাবে ভোট পড়েছিল ৮০ শতাংশের বেশি। একই সঙ্গে ভোট চলাকালীন উত্তর-পূর্ব চট্টগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লিগের প্রার্থীর ভোটে লড়ার ক্ষমতা  বাতিল করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, প্রার্থী এক পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছেন। এরপর ওই আসনে ক্ষমতাসীন দলের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হয়।

 বিএনপি নির্বাচন বয়কট করেছিল 
বাংলাদেশে  প্রধান বিরোধী দল তথা গৃহবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি  নির্বাচন বয়কট করেছিল। এ কারণেও নির্বাচনে শতাংশ হার কম ছিল। দলটির অভিযোগ, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে না।
 

Advertisement