scorecardresearch
 

Pori Moni:হবু সন্তানের জন্য জমিয়ে শপিং, কী কী কিনলেন রাজ-পরী?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি এখন নতুন অতিথির অপেক্ষায়। সিনেমা জগত থেকে বর্তমানে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি নিজের সাধভক্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরী। এবার নিজের অনগাত সন্তানের জন্য করা শপিং-এর ছবি ও ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।

অনাগত সন্তানের জন্য জমিয়ে শপিং রাজ-পরীর অনাগত সন্তানের জন্য জমিয়ে শপিং রাজ-পরীর
হাইলাইটস
  • ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি এখন নতুন অতিথির অপেক্ষায়
  • সিনেমা জগত থেকে বর্তমানে দূরে রয়েছেন তিনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি এখন নতুন অতিথির অপেক্ষায়। সিনেমা জগত থেকে বর্তমানে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি নিজের সাধভক্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরী। এবার নিজের অনগাত সন্তানের জন্য করা শপিং-এর ছবি ও ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।

আর মাত্র দুই মাসের অপেক্ষা। সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে  পরীমনির কোল জুড়ে আসতে চলেছে সন্তান। প্রথমবার মা হচ্ছেন আলোচিত এই অভিনেত্রী। পরীমনির মনে তাই বাঁধভাঙা উচ্ছ্বাস। ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। অনাগত সন্তানের আগমন উপলক্ষে প্রস্তুতিও সাড়া নায়িকার। নতুন অতিথির এরইমধ্যে তিনি কিনে ফেলেছেন ছোট্ট ছোট্ট পোশাক, খেলনা। ফেসবুকে একটি ভিডিও ও কয়েকটি ছবি পোস্ট করে সেসব অনুরাগীদের দেখিয়েও দিলেন অভিনেত্রী।

 

ভিডিও এবং ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘তার আসার আয়োজন।’ ভিডিও এবং ছবিতে দেখা গেছে, বিছানায় স্বামী শরীফুল ইসলাম রাজের কোলে শুয়ে আছেন পরীমনি। পাশে অনাগত সন্তানের জন্য সাজানো ড্রেস, জুতা এবং খেলনাসহ নানা জিনিস। কিছুই বাদ দেননি।

 

এদিকে, অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ-পরী। ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে নাম রাখবেন ‘রাণী’। অর্থাৎ, এই দম্পতি জানেন না তাদের সংসারে ছেলে নাকি মেয়ে আসছেন। কারণ, তাদের দাবি, তারা নাকি জানার চেষ্টাই করেননি ছেলে নাকি মেয়ে হবে।

এদিকে, সম্প্রতি ঢাকাই অভিনেত্রী শিল্পী সরকার অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরী নিজ হাতের রান্না করা খাবার নিয়ে যান পরীমনির বাড়িতে। শুধুই খাবার নিয়ে নয়,  সঙ্গে ফুল, শাড়ি ও জামাও ছিল। আর এসব ভালোবাসাতেও যে পরী মুগ্ধ ছিলেন তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে।