তারেকের মেয়ের বেড়াল জেবু।-ফাইল ছবি১৭ বছরেরও বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। লন্ডন থেকে ঢাকায় তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক ‘নীরব’ সদস্য, তারেক পরিবারের পোষা সাইবেরিয়ান বেড়াল ‘জেবু’।
বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। সেই ফ্লাইটেই লন্ডন থেকে দেশে আসে জেবু। বিষয়টি নিশ্চিত করে বিএনপির যাচাইকৃত ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্টে জানানো হয়- 'জেবু দেশে ফিরে এসেছে।' এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা।
কে এই ‘জেবু’?
জেবু আসলে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের দত্তক নেওয়া একটি সাইবেরিয়ান লোমশ বেড়াল। গত কয়েক মাস ধরেই এই পোষ্যটি সোশ্যাল মিডিয়ায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বেড়ালটি নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে চলে আসে।
পরবর্তী সময়ে জেবুর আরও ছবি ও ভিডিও সামনে আসতে থাকে, যা তরুণ প্রজন্ম ও বেড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মজা করে জেবুকে ‘পরিবারের সবচেয়ে নিরীহ সদস্য’ বলেও উল্লেখ করেন।
তারেক রহমানের মন্তব্য
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেবু সম্পর্কে তারেক রহমান বলেন, 'বেড়ালটি আমার মেয়ের। এখন অবশ্য সবাই ওকে নিজের করে নিয়েছে। আমরাও সবাই ওকে খুব ভালোবাসি।'
আলাদা ফেসবুক পেজ, নতুন মাত্রা
তারেক রহমানের ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা আগেই জেবুর নামে একটি আলাদা ফেসবুক পেজ চালু হয়, যা দ্রুত নজর কাড়ে। ব্যঙ্গাত্মক ও হালকা মেজাজের এই পেজটি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের প্রধান সাইমুম পারভেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
রাজনীতি ছাপিয়ে মানবিক কৌতূহল
তারেক রহমানের প্রত্যাবর্তন যেখানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সেখানে জেবুকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ রাজনীতির বাইরে এক মানবিক ও ব্যক্তিগত দিকও তুলে ধরছে। নির্বাসনজীবনের দীর্ঘ অধ্যায়ের শেষে পরিবারের সঙ্গে দেশে ফেরা, সেই গল্পের সঙ্গে যেন নিঃশব্দে জড়িয়ে গেল একটি লোমশ সাইবেরিয়ান সদস্য।