Bangladesh News: বৈষম্য-বিরোধীরা এবার সক্রিয় রাজনীতিতে, হাসিনার পতন ঘটানো সেই ছাত্রদের মধ্যেই ভাঙন?

হাসিনা সরকারের পতনের পর এখন সেদেশে ইউনূস সরকার কবে নির্বাচন করাবে সেদিকে সকলেরই নজর রয়েছে। আর এর মাঝেই দেশটিতে নতুন এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে জুলাই-অগাস্ট বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত হওয়ায়, দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্যসচিব হিসেবে কে আসছেন এনিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

Advertisement
বৈষম্য-বিরোধীরা এবার সক্রিয় রাজনীতিতে, হাসিনার পতন ঘটানো সেই ছাত্রদের মধ্যেই ভাঙন?হাসিনার পতন ঘটানো ছাত্ররা এবার রাজনীতিতে

হাসিনা সরকারের পতনের পর এখন সেদেশে ইউনূস সরকার কবে নির্বাচন করাবে সেদিকে সকলেরই নজর রয়েছে। আর এর মাঝেই দেশটিতে নতুন এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে।  শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে জুলাই-অগাস্ট বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত হওয়ায়, দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্যসচিব হিসেবে কে আসছেন এনিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নতুন দলের সদস্য সচিব পদের জন্য এগিয়ে আছেন।  বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম চার থেকে পাঁচ দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

জানা যাচ্ছে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা হতে পারেন।  জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহিদ মিনারে এক অনুষ্ঠানে দলের ঘোষণা করা হতে পারে।  জানা গেছে, নাগরিক কমিটির ৭০ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জনকে নিয়ে এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছি, আজকেও সাধারণ সভা ছিল। এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে, দ্রুতই তা ঘোষণা করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দল নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন  আরও বলেন, ‘নাগরিক কমিটি গঠন করাই হয়েছিল ভিন্ন ভিন্ন মতের মানুষদের নিয়ে। রিকন্সিলিয়েশনের জন্য এটা একটা ল্যাবরেটরি ছিল। নতুন দল গঠন নিয়েও বিভিন্ন পক্ষের মতের ভিন্নতা রয়েছে। তবে সেই মতের ভিন্নতা নিয়ে ফেসবুকে আলোচনা করাটা সাংগঠনিক অদূরদর্শীতার পরিচয় বহন করে।’ সামান্তা শারমিন বলেন, সবারই অধিকার আছে দল গঠনের এবং সেটি আইনত অন্যায় না। এজন্য কাউকে দায় দেওয়ারও কিছু নেই। তবে জনগণ প্রত্যাশা করে অভ্যুত্থানের পক্ষে শুধু একটিই দল হবে, যা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করবে।

Advertisement

এদিকে, অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি এখন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির শীর্ষ পদ নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে বলে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। একটিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্রদলের নেতারা, যারা আগে গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে জড়িত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে নাগরিক প্ল্যাটফর্মের অন্তত তিন জন নেতা বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বামপন্থী রাজনীতির সঙ্গে আগে জড়িত ছিলেন তারা দ্বিতীয় গ্রুপে এবং তৃতীয় অংশে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন  সদস্যরা। সূত্র জানাচ্ছে, নাগরিক কমিটির মধ্যে প্রথম অংশ আখতারকে সমর্থন করছে, অন্যদিকে নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসীরউদ্দীন নতুন দলের সদস্য সচিব হন। সূত্র আরও বলছে, ছাত্রশক্তি প্রতিষ্ঠার পর থেকেই মাহফুজের সঙ্গে 'ব্যক্তিগত বিরোধ' থাকায় প্রাক্তন ছাত্রশক্তি নেতাদের একাংশের বিরোধিতার মুখে পড়েছেন আখতার। অন্যদিকে, প্রাক্তন  শিবির কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন  সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য জুনায়েদকে নতুন দলের দ্বিতীয়-ইন-কমান্ড পদে আনার চেষ্টা করছেন। এমন অবস্থায় আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির। যদিও এখনও দলের নাম চূড়ান্ত করা হয়নি।

POST A COMMENT
Advertisement