কট্টরপন্থীদের এত সাহস? রাজশাহীতে ভারতীয় উপ দূতাবাসের অফিসে হামলার চেষ্টা ইসলামি কট্টরপন্থীদের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা। বৃহস্পতিবার ওই অফিসের দিকে অগ্রসর হয় দুষ্কৃতীরা। ভারত বিরোধী স্লোগান দিতে থাকে। তাদের পথ আটকায় নিরাপত্তা রক্ষীরা। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর থেকে এলাকা থমথমে। সেখানে প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, এদিন বিক্ষোভকারীরা ভারতীয় উপ দূতাবাসকে লক্ষ্য করে অশ্লীল শব্দ প্রয়োগ করে। হামলা চালানোর চেষ্টা করে। এমনকী প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেয়। বলে, 'প্রয়োজনে আমরা রক্ত গঙ্গা বইয়ে দেব।'
ভারত পূর্ব ঘোষণা মতো ঢাকায় ভিসা সেন্টারের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখার পর ফের তা চালু হয় বৃহস্পতিবার। তবে আজকের এই বিক্ষোভের কারণে খুলনা এবং রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বন্ধ রাখা ছিল।
যদিও বুধবারও ভারতবিরোধী বিক্ষোভকারীদের একটি বিশাল দল ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হয়েছিল। ফলে ঢাকার ওই অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল বাংলাদেশের রাজধানীতে শত শত বিক্ষোভকারী রাস্তায় নামে। বিকেল ৩টার দিকে মিছিল শুরু হয়েছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছিল।
বাংলাদেশে পাঁচটি আইভিএসি সেন্টার রয়েছে। ঢাকা, খুলনা, রাজশাহী ছাড়াও রয়েছে চট্টগ্রাম এবং উত্তর-পূর্ব সিলেটে অবস্থিত। এদের মধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভিএসি হল সমস্ত ভারতীয় ভিসা পরিষেবা পাওয়ার প্রধান কেন্দ্র।
প্রসঙ্গত, বুধবার বিদেশমন্ত্রক বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল দিল্লিতে। ঢাকায় ভারতীয় অফিসে যে ঘটনা ঘটেছিল, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিল। তারপর ফের রাজশাহীতে কট্টরপন্থীদের দাপট।
এদিকে এই ঘটনা সামনে আসার পর থেকে ফের বাংলাদেশের অন্তর্বতীকালীন প্রধান মহম্মদ ইউনূসের সমালোচনা শুরু হয়েছে। ক্ষমতায় বসার পর থেকেই তিনি ভারত-বিরোধী একাধিক কর্মকাণ্ড করেছেন। সেদেশে হাত মজবুত হচ্ছে কট্টরপন্থীদের। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের মদতে ইউনূস এই সব কাজে প্ররোচনা দিচ্ছেন কট্ররপন্থীদের। যদিও তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি সেই দেসের সরকার।