Bangladesh : বাংলাদেশে হু হু করে কমছে সংখ্যালঘুদের সংখ্যা, 'আমরা তো জিন্দা লাশ'; বলছেন হিন্দুরা

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা এই প্রথম নয়। তবে ইদানিং তা বেড়েছে। বিদেশমন্ত্রকের তথ্য অন্তত তেমনটাই দাবি করছে।

Advertisement
বাংলাদেশে হু হু করে কমছে সংখ্যালঘুদের সংখ্যা, 'আমরা তো জিন্দা লাশ'; বলছেন হিন্দুরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ
হাইলাইটস
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা এই প্রথম নয়
  • তবে ইদানিং তা বেড়েছে

দীপু চন্দ্র দাস। বাংলাদেশে কয়েকদিন আগেই ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। সেই হিংসার রেশ কাটতে না কাটতে হামলা চালানো হয় চট্টগ্রামেও। সেখানে একের পর এক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। রেখে যায় পোস্টার। সেখানে লেখা ছিল, ইসলাম বিরোধী কার্যকলাপ করলে বদলা নেওয়া হবে। পরিণতি হবে মারাত্মক। এই সব ঘটনা থেকেই বোঝা যায় বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি। সেই দেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ বা খ্রিশ্চানরা যে নিরাপদে নেই তাই প্রমাণ করে এই সব ঘটনা। 

যদিও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা এই প্রথম নয়। তবে ইদানিং তা বেড়েছে। ভারতের বিদেশমন্ত্রকের তথ্য অন্তত তেমনটাই দাবি করছে। ২০২২ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ৪৭টি আক্রমণ রেকর্ড করা হয়েছিল। ২০২৩ সালে তাই বেড়ে হয় ৩০২। ২০২৪ সালে তা লাফিয়ে পৌঁছে যায় ৩,২০০-তে। 

ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদের অধিবেশনে জানিয়েছিলেন, ২৬ নভেম্বর ২০২৪ থেকে ২৫ জানুয়ারির মধ্যে শুধু হিন্দুদের উপরই ৭৬টি আক্রমণের ঘটনা ঘটেছিল। এইগুলো যদিও সব নথিবদ্ধ। এমন ঘটনা থাকাও অস্বাভাবিক নয়, যেগুলোর থানায় অভিযোগ দায়েরই হয়নি। 

মন্ত্রী আরও জানিয়েছিলেন, অগাস্ট মাস থেকে ২৩ জন হিন্দুর মৃত্যু এবং ১৫২টি  মন্দিরে হামলার খবর সামনে এসেছে। ২০২৪-এ ১০ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছিব, ৮৮টি হামলার ঘটনায় ৭০ জনকে গ্রেফতার হয়েছিল। পুলিশ তদন্তে ১,২৫৪টি ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

ওই বছরেরই অগাস্টে বাংলাদেশি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক শাফকাত রাব্বি ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, 'বাংলাদেশে হিন্দুদের উপর কম-বেশি অত্যাচার হয়। দশকের পর দশক ধরে হিন্দুদের অর্থনৈতিক অধীনতর মধ্যে থাকতে হচ্ছে। বাংলাদেশে দরিদ্র হিন্দু জনগণের জমি দখল করা তো খুব সাধারণ ঘটনা।' 

হিন্দুদের জনসংখ্যা হ্রাস 

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা তো বাড়ছেই। তবে উল্লেখযোগ্যভাবে হিন্দুদের সংখ্যাও বাড়ছে। ১৯৭৪ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে হিন্দু ছিল ১৩.৫ শতাংশ, মুসলমান ৮৫.৪ শতাংশ। সেখানে ২০২২ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১.০৮ শতাংশ। অর্থাৎ হিন্দুদের সংখ্য়া ৮ শতাংশের নিচে নেমে যায়।

Advertisement

কয়েকদিন আগে বাংলাদেশের একজন হিন্দু ব্যক্তি আজতক-এর সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সেখানে হিন্দু তথা সংখ্যালঘুদের অবস্থা একেবারেই ভালো নয় বলে দাবি করেন তিনি। বলেন, 'আমরা বেঁচে আছি নামেই। কিন্তু আমরা এক একজন জিন্দা লাশ। আমাদের কোনও নিরাপত্তা নেই। আজ বেঁচে আছি, হয়তো কাল সকালে আর থাকব না। এমন ভয়ে-আতঙ্কে বেঁচে থাকতে হচ্ছে।' 

POST A COMMENT
Advertisement