তারিক রহমানসম্প্রতি প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া। আর তাঁর মৃত্যুর পর যে দলের প্রধান হিসেবে পুত্র তারেক রহমানকেই দেখা যাবে, এটা ছিল জলের মতো পরিষ্কার। আর হলও ঠিক তাই। বিএনপি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক। এখন তাঁর সামনেই রয়েছে বাংলাদেশের ফেব্রুয়ারি ভোটের চ্যালেঞ্জ।
আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি-এর স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে। গতকাল রাত ৯টা ৩০ মিনিটে এই সভা শেষ হয় বলে জানা গিয়েছে। তারপর পার্টির চেয়ারম্যান হিসেবে তারেকের নাম ঘোষণা করা হয়।
খালেদা পুত্র যে বিএনপি-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেটা ঘোষণা করা হয় দলেরই অফিসিয়াল ভ্যারিফায়েড পেজে। তারপরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
যতদূর খবর, এই মিটিংয়ে চেয়ারম্যান হিসেবে তারেকের নাম প্রস্তাব করা হয়। আর সেই প্রস্তাব মিটিংয়ে উপস্থিত সকল সদস্যই মেনে নেন। যার ফলে তারেকের চেয়ারম্যান হওয়ার পথে কোনও বাধাই তৈরি হয়নি।
এই প্রসঙ্গে বলে রাখি, ২০১৮ সালে শেখ হাসিনা সরকার চলাকালীন জেলে যান বিএনপি নেত্রী খালেদা জিয়া। আর তারপরই কার্যকরী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন তারেক। তাই তিনিই যে পরবর্তীতে চেয়ারম্যান পদে বসতে চলেছেন, এই বিষয়টা আগে থেকেই নিশ্চিত ছিল।
দেশে ফিরেছেন
ছোট বয়সেই রাজনীতিতে হাতেখড়ি তারেকের। মায়ের সঙ্গে সারা দেশে ঘুরে কাজ করেছেন। তবে বিএনপির থেকে ক্ষমতা আওয়ামী লিগের কাছে যাওয়ার পরই তারেকের উপর একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হয়। এমন পরিস্থিতিতে জেলেও যেতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ২০০৮ সালেই বাংলাদেশ ছেড়ে পাড়ি দেন লন্ডন। সেখানে স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকতেন।
যদিও ২০২৪ সালের জুলাই-অগাস্ট অভ্যুত্থানের পর বর্তমান অন্তবর্তী মহম্মদ ইউনূস সরকারে সঙ্গে আলোচনা শুরু হয় তারেকের। তারপর থেকেই দেশে ফেরার জল্পনা তৈরি হয়। এ সবের মাঝেই ২০২৫ সালের ডিসেম্বর মাসেই ফেরেন তারেক। তিনি ফেরার পর এক বিরাট জনসভায় সভায় বক্তৃতা দেন। পাশাপাশি তাঁকে দেওয়া হয় সম্বর্ধনাও।
দেশে ফেরার কিছু দিনের মধ্যেই দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া প্রয়াত হন। সেই খবরে উত্তাল হয় বাংলাদেশ। এমনকী ভারতের তরফ থেকেও শোক বার্তা দেওয়া হয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং গিয়ে তারেকের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা লেখা চিঠি তুলে দেন।
আর খালেদার মৃত্যুর পর থেকেই এটা এক প্রকার নিশ্চিত ছিল যে সেই চেয়ারে বসতে চলেছেন তারেকই। আর হলও ঠিক তাই। তিনিই বিএনপি-এর নতুন প্রধান হলেন। এখন দেখার দায়িত্ব নিয়ে ফেব্রুয়ারির ভোট যুদ্ধে কী চাল দেন তারেক।