বাংলাদেশে 'মধ্যযুগ', মাদ্রাসায় মহিলাকে পোস্টে বেঁধে নির্যাতন, কেন?

এ কোন অন্ধকারের পথে দৌড়চ্ছে বাংলাদেশ? খোদ রাজধানী ঢাকায় এবার এক মহিলাকে অত্যাচারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজধানীর বুকে গুলশানে এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে নির্যাতন করল কিছু ব্যক্তি।

Advertisement
বাংলাদেশে 'মধ্যযুগ', মাদ্রাসায় মহিলাকে পোস্টে বেঁধে নির্যাতন, কেন?মাদ্রাসায় মহিলাকে পোস্টারে বেঁধে জল ঢেলে দেওয়া হল গায়ে
হাইলাইটস
  • ঢাকার মাদ্রাসায় মহিলাকে পোস্টারে বেঁধে জল ঢেলে দেওয়া হল গায়ে।
  • ভিডিওতেই দেখা গিয়েছে বাংলাদেশের সেই চেনা পরিচিত 'উল্লাস'এর ছবি।
  • মহিলা যৌনকর্মী বলে নিজেকে দাবি করেছেন।

এ কোন অন্ধকারের পথে দৌড়চ্ছে বাংলাদেশ? খোদ রাজধানী ঢাকায় এবার এক মহিলাকে অত্যাচারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজধানীর বুকে গুলশানে এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে নির্যাতন করল কিছু ব্যক্তি। শীতের সকালে ওই মহিলার গায়ে ঢেলে দেওয়া হল ঠান্ডা জল। ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৫ জনকে আটক করল পুলিশ। গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনারের নাম উদ্ধৃত করে বিবিসি বাংলার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার সকালে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। ভিডিওতে দেখা যায়, এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে তাঁর সোয়েটার জ্যাকেটের উপর থেকেই গায়ে জল ঢেলে দিচ্ছেন কিছু যুবক। সেই ভিডিওতেই দেখা গিয়েছে বাংলাদেশের সেই চেনা পরিচিত 'উল্লাস'এর ছবি। 

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিডিও দেখার পর ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার আরও বিবরণও সংগ্রহ করছে পুলিশ। তবে নির্যাতিতা ওই মহিলার কোনও সন্ধান এখনও পায়নি গুলশান পুলিশ। 

পুলিশকে উদ্ধৃত করে বিবিসি বাংলার তরফে জানানো হয়েছে, যেখানে এই ঘটনাটি ঘটে সেটি একটি পুরুষ মাদ্রাসা। আটক হওয়া ব্যক্তিদের দাবি, ওই মহিলা দিন দুই আগে ছেলেদের একটি মাদ্রাসায় 'চুরি' করতে ঢুকেছিল। যদিও তাঁকে চুরি করতে কেউ দেখেনি। এরপর তাঁকে ধরে ফেলে পড়ুয়ারা। দাবি করা হচ্ছে ধরা পড়ার পর ওই মহিলার বয়ানেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। অনেকেই সন্দেহ করেন তিনি চুরি করতে এসেছিলেন। আবার কারও বক্তব্য, মহিলা যৌনকর্মী বলে নিজেকে দাবি করেছেন।

কিন্তু যাই ঘটে থাকুক, এমন ঘটনায় শিউরে উঠছে বাংলাদেশের সাধু চিন্তাভাবনার মানুষ। কোনও মহিলা চুরি করতে ঢুকলেও তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়াই আইনত কাজ। তার বদলে প্রকাশ্য দিবালোকে রাজধানীর বুকে মহিলার গায়ে জল দিয়ে কোন মধ্যযুগীয় বর্বরতার প্রমাণ রাখল বাংলাদেশের ছাত্রসমাজ? 

Advertisement

 

POST A COMMENT
Advertisement