ফিরে দেখা বিতর্কে ভরা ঢালিউডের এক বছরচলতি বছরটা (২০২২) প্রায় শেষ হতে চলল। রুপোলি পর্দার জগতে ঘটে গেল নানা ঘটনা। তার মধ্যে কিছু মধুর। কিছু দুঃখের। কিছু আবার তিক্ততার। মানুষ নতুন আশা নিয়ে ২০২৩ সালের জন্য অপেক্ষা করছে। এবছরটা কেমন গেল ঢালিউড ইন্ডাস্ট্রির চলুন দেখে নেওয়া যাক।
মা হলেন পরীমনি
ঢালিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রী পরীমনি এই বছর মা হলেন। গত ১০ অগাস্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে চর্চিত নায়িকা। পরীর আদরের সন্তানের নাম রেখেছেন রাজ্য। চলতি বছর জানুয়ারির শুরুতেই মা হতে চলার খবর শেয়ার করেন পরীমনি ওরফে শামসুন্নাহার স্মৃতি। গত বছর অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন তিনি।
বোমা ফাটালেন বুবলি
এইবছর বাংলাদেশের অভিনেতা শাকিব খানকে নিয়ে তোলপাড় হয়েছে দুই বাংলা। অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর অভিনেত্রী বুবলিকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব। গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন বুবলি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’ ক্যাপশন থেকে বোঝা যাচ্ছিল, কয়েকবছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলি। আমেরিকাতে বুবলির বাচ্চা হয়। সে সময় আমেরিকায় ছিলেন শাকিব খান। বুবলির বাচ্চা জম্ম নেয়া আর চিকিৎসার বিষয়টি তদারকি করেছেন শাকিব খানে ঘনিষ্ঠ ব্যবসায়ী পার্টনার হিমেল আশরাফ। ২০১৯ সালে উত্তরায় বুবলি-শাকিবের বিয়ে হয়। পরে শাকিব নিজের সন্তানের কথা স্বীকার করে নেন।
মিম-রাজের পরকীয়া
গত নভেম্বরে ফের খবরের শিরোনামে ছিলেন পরীমনি। স্বামী শরিফুল রাজ পরকীয়ায় জড়িয়েছেন এমন আশঙ্কা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরীমনি। তাও আবার সেদেশেরই আরেক বিবাহিত নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কোন্দল শুরু হয় পরীমনি আর মিমের। এর মাঝেই রাজের সঙ্গে আর কখনও সিনেমা করতে রাজি না, জানিয়ে দেন মিম। আপাতত রাজকে নিয়ে সুখেই দিন কাটছে পরীমনির।
বৈবাহিক ধর্ষণের কথা বলে বিতর্কে বাঁধন
বাংলাদেশের নায়িকা হলেও ভারতে এখন পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। আবদুল্লাহ মোহাম্মদ সাদেরের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’-এ কাজ করার পর থেকে পরিচিতি পান। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে মুসকান জুবেরির চরিত্রে তাঁকে দেখে অনেক পুরুষের হৃদয়েই ঝড় উঠেছিল। কাজ করেছেন বলিউডেও। পরিচালক বিশাল ভরদ্বাজের থ্রিলার ছবি ‘খুফিয়া’ দিয়ে ডেবিউ করবেন হিন্দি সিনেমায়। তবে তাঁর জীবন এখন যতটা আলো ঝলমলে ঠিক ততটাই অন্ধকারে ডুবে ছিল বছরকয়েক আগে। এক সাক্ষাৎকারে বাঁধন নিজেই জানিয়েছিলেন সেই কথা। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারের শিকার হন নায়িকা। নিজেই পরে সকলকে জানিয়েছিলেন সেই অন্ধকারময় অধ্যায়। বাঁধন জানিয়েছিলেন, বিয়ের পর জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত স্বামী। ২০১০ সালে মোশরুর হোসেন সিদ্দিকি সনেটকে বিয়ে করেছিলেন বাঁধন। ২০১৪ সালে আলাদা হয়ে যান। এখন মেয়েকে নিয়ে একাই থাকেন। সুখে শান্তিতে থাকেন।
পুলিশের জালে হিরো আলম
বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেনসেশন হিরো আলমকে এবছর করতে হয়েছিল জেল যাত্রা। পদ্মারপাড়ে জনপ্রিয় এই তারকা তাঁর উদ্ভট ভিডিও, বেসুরো গানের জন্যই বেশি বিখ্যাত। কিন্তু সেই গানই এবার মাথাব্যথার কারণ হয়েছিল আলমের। বেসুরো গানের জন্যই হিরো আলমকে ডেকে ধমকেছিল পুলিশ। তাঁকে ডেকে দীর্ঘক্ষণ জেরাও করা হয়েছিল। নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান বিকৃত করার অভিযোগ উঠেছিল হিরো আলমের বিরুদ্ধে।
'হাওয়া'র অস্কার যাত্রা
মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পেয়েছিল বাংলাদেশে। মুক্তির পর থেকে 'হাওয়া' সিনেমাটি প্রতি শুক্রবার ও শনিবার হাউজফুল চলছে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে। 'হাওয়া' সিনেমাটি কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আলোচিত হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে অস্কারে গেছে এই ছবি। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকেই। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এবার অন্যতম আকর্ষণ বাংলাদেশের এই সিনেমাটি। ওপার বাংলার এই ছবিকে ঘিরে কলকাতাতেও উত্তেজনা কিছু কম নয়।