বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে মাখামাখি বেড়েছে তাদের। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। উভয় দেশের শীর্ষ কর্তাদের দফায় দফায় বৈঠকে মিলিত হতেও দেখা গিয়েছে। সেই আর সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত। এবার পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাকের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের। সেই সাক্ষাতের ছবি ইতিমধ্যেই বাংলাদেশ আর্মির সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে চেয়ারম্যান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা পাকিস্তানের সৌজন্য সাক্ষাৎ। পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা এইচআইটি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। এই ছবি প্রকাশ্যে আসতেই বিভিন্নমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রকাশ্যে এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও, আদৌ কি তাই? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ছক?
Bangladesh and Pakistan defense cooperation discussions continue