Advertisement

Bangladesh: বাংলাদেশে সেনাপ্রধান বনাম ইউনূস! ঢাকার সংঘাতের বিশ্লেষণ করলেন সুবীর ভৌমিক

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হুঁশিয়ারির পর মানবিক করিডোরের প্রস্তাব থেকে সরে এসেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। মানবিক করিডোরকে 'রক্তাক্ত করিডোর' বলে অভিহিত করেছেন সেনাপ্রধান। বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন একতরফাভাবে ঘোষণা করেছিলেন, রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবিত রাখাইন করিডোরে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার। পরে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। মানবিক করিডোর নিয়ে বাংলাদেশেও তৈরি হয়েছিল উদ্বেগ। দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক জানান, 'মানবিক করিডোর নিয়ে পদক্ষেপ নিলে বাংলাদেশের জন্য দুর্ভোগ বাড়তে পারে'।

Bangladesh Army chief Waker-Uz-Zaman vs Muhammad Yunus proposed Rakhine corridor analysis

Advertisement