Advertisement

‘সংবাদমাধ্যমের জন্য কালো দিন’, তদন্তের দাবি করলেন Executive Editor of Prothom Alo Sajjad Sharif

'প্রথম আলো'র নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, 'কিছু দুর্বৃত্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে। গত রাতে যখন সাংবাদিকেরা পরদিনের কাগজ ও অনলাইন সংস্করণের কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই এই দুঃখজনক ঘটনা ঘটে। শরীফ ওসমান হাদির হত্যাকে ঘিরে সমাজে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা কাজে লাগিয়েই দুর্বৃত্তরা সংবাদপত্রের ওপর আক্রমণ চালায়। হামলার মুখে সাংবাদিকেরা চরম আতঙ্কে পড়েন এবং প্রাণ বাঁচাতে অফিস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন।' তিনি আরও বলেন, '১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর ২৭ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। সাজ্জাদ শরীফ একে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।'

Advertisement
POST A COMMENT